দশই মহরম আবার মাতম করতে করতে মধ্যঅষ্টগ্রামের স্থানিয় ‘কারবালা ময়দানে’ তাবুত, দুলদুল, তাজিয়া রেখে আসে। কিন্তু সন্ধ্যার পরই সবাই মাজার ছেড়ে চলে আসেন । মহরমের একাদশ ও দ্বাদশ দিনে মহিলারা মাতম শোঁক জারি মার্সিয়া করে মহরম অনুষ্ঠান শেষ করেন । এখানে উল্লেখ্য যে, মহরমের বার দিন, বিভিন্ন অঞ্চলের সম্প্রদায় নির্বিশেষে কারবালা মাঠের দরগা ও হাওলী বাড়ী দরগায় মনের ইচ্ছা পুরনের আশায় মানত করেন।মানতের মধ্যে আছে, জীবন্ত ঘোড়া, ফল মূল থেকে টাকা পয়সা । যে সব জীবন্ত ঘোড়া উৎসর্গ করা ঘোড়ার পরিচিতি দুলদুল নামে।অষ্টগ্রাম হাবেলীর অনুসারী কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও বি-বাড়িয়া জেলার বিভিন্ন অন্চলে মহরমের শোকানুষ্ঠান পালিত হয়ে থাকে।।
পোস্টে দেয়া তাজিয়া গুলো অষ্টগ্রামের নয়„,
অষ্টগ্রামে কোন বোরাক বা ঘোড়া বানানো হয়না„
এখন শুধু অষ্টগ্রামের তাজিয়াই রয়েছে। বিভিন্ন মোকামের বিভিন্ন তাজিয়ার প্রচলন দেখাতে সেইটা দেওয়া হয়েছিল।
এখন ঠিক আছে„, ধন্যবাদ
সৈয়দ হোসাইনুল হক ভাইকে।
122.অষ্টগ্রামে আয়রে আশেক অষ্ট্রগ্রামে আয়
বাবা আলাই মিয়া হাট বসাইছেন রত্ন বিলি হয়।
১.মনিমুক্তা গজমতি হিরা চান্দি নানা জাতি
যার যেমন ভাব ভক্তি সেইমতে সে পায়
২.গুণা খাতা মাপ পাবে; ভব জ্বলা দূরে যাবে
কোন চিন্তা নাহি রবে শান্তি পাবে অন্তরায়
৩.মনের মত মন মজাবে কেন্দে কেন্দে বুক ভাসাবে
বিনা মূল্যে রত্ন পাবে তাঁহার কৃপায়
৪.অষ্ট্রগ্রাম প্রেমের বাজার সৈয়দ আলাইমিয়া হয় দোকানদার
সেই দোকানের জিনিষ পএ এক দরে বিক্রি হয়।
লাব্বাইক ইয়া হাসাইন (আঃ)
লাব্বাইক ইয়া হুসাইন(আঃ)
hai hosain
ইয়া হোসাইন
Hi hosain
লাব্বায়িক মওলা হুসাইন আঃ
মাদাদ কুনে ইয়া শুহাদায়ে কারবালা
[…] জনসমাজে জাগ্রত রাখার উদ্দেশ্যে তিনি মহরম শরীফের অনুষ্ঠানাদি পালন করতেন। তিনি পূর্বেই স্বীয় […]