? লাইলাতুল কদরের বিশেষ দুই রাকাত নামাজ পড়া। নিয়তঃ লাইলাতুল ক্বদরের দুই রাকাত নামাজ পড়ছি কুরবাতান ইলাল্লাহ।নামাজটি পড়ার পদ্ধতিঃ প্রথম রাকাতে সুরা ফাতিহার পর ৭ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। নামাজান্তে ৭০ বার “أَسْتَغْفِرُ اللّه وَ أَتوبُ الَيْهِ”(আসতাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাই) পাঠ করতে হবে।
? লাইলাতুল ক্বদরে ১০০ রাকাত নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে।ইমাম জাফর সাদিক্ব (আ.) আবু বাসিরকে ১০০ রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। আবু বাসির ইমাম (আ.)কে জিজ্ঞাসা করেনঃ আমি যদি ১০০ রাকাত নামাজের সবগুলো উঠাবসা করতে না পারি তাহলে আমি কি করব? ইমাম (আ.) বলেনঃ সেক্ষেত্রে তুমি তা বসে পড়তে পার। আবু বাসির জিজ্ঞাসা করলেনঃ যদি আমি বসেও না পড়তে পারি? ইমাম (আ.) বললেনঃ তখন তুমি বিছানাই শুয়ে থেকে পড়তে পার।
নামাজটি পড়ার পদ্ধতিঃ নিয়তঃ লাইলাতুল ক্বদরের দুই রাকাত নামাজ পড়ছি কুরবাতান ইলাল্লাহ। প্রতি রাকাতে সুরা ফাতিহার পর ১০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট নামাজগুলো দুই দুই রাকাত করে পড়তে হবে।
সিপাহসালার | ইনস্টিটিউশন | এপ্রিল ২০২১| এস এইচ হক
মতামত দিন