শনিবার দিনের বিশেষ নফল নামাজঃ |
যে ব্যক্তি নিম্ন নিয়মে চার রাকাত নামাজ শনিবারের দিনে আদায় করবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে নবী, নেককার বান্দা ও শহীদদের সমমর্যাদা দান করবেন।
নিয়মঃ- দই দুই রাকাত করে প্রতি রাকাতে সূরা ফাতেহার পর একবার সূরা ইখলাস ও একবার আয়াতুল কুরসী তিলাওয়াত করবে।
সূত্রঃ-মাফাতিহুল জিনান, শনিবারের নামাজ অধ্যায়।
রবিবার দিনের বিশেষ নফল নামাজঃ |
যে ব্যক্তি রবিবারের দিন -নিম্ন নিয়মে দুই রাকাত নামাজ আদায় করবে সে দোজখের আগুন থেকে নিরাপদ থাকতে পারবে।
নিয়মঃ-প্রথম রাকাতে সূরা ফাতেহার পর তিন বার সূরা কাওসার তিলাওয়াত করা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতেহার পর তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করা।
সূত্রঃ- জামালুল উসবুহ বি-কামালিল আমালিল মাশরুয়’, পৃঃ নং ৫৪।
সোমবার দিনের বিশেষ নফল নামাজঃ |
যে ব্যক্তি সোমবারের দিন নিম্ন নিয়মে দুই রাকাত নামাজ আদায় করবে সেদশটা হজ্জ ও দশটা ওমরা হজ্জের সাওয়াব প্রাপ্ত হবে।
নিয়মঃ-প্রতি রাকাতে সূরা ফাতেহার পর একবার আয়াতুল কুরসী, একবার সূরা ইখলাস,একবার সূরা ফালাক্ব ও একবার সূরা নাস তিলাওয়াত করবে। নামাজের সালামের শেষে দশবার “আসতাগ্বফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি” পাঠ করবে।“
সূত্রঃ- জামালুল উসবুহ বি-কামালিল আমালিল মাশরুয়’, পৃঃ নং ৬৪।
মঙ্গলবারের দিনের বিশেষ নফল নামাজঃ |
এ নামাজের ফজিলত বিভিন্ন দোয়ার কিতাবে বর্ণিত আছে।
নিয়মঃ-দুই রাকাত নামাজ।প্রতি রাকাতে সূরা ফাতেহার পর একবার করে সূরা ত্বীন, সূরা ইখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাস তিলাওয়াত করা।
সূত্রঃ- জামালুল উসবুহ বি-কামালিল আমালিল মাশরুয়’, পৃঃ নং ৭৭।
বুধবারের দিনের বিশেষ নফল নামাজঃ |
হাজত পূরণ ও অর্থনৈতিক সচ্ছলতা হবার নিয়ত করে বুধবারের দিন দুই রাকাত নামাজ আদায় করবেন।
নিয়মঃ- প্রতি রাকাতে সূরা ফাতিহার পর চল্লিশ বার করে সূরা আল কাওসার তিলাওয়াত করবেন। ইনশাআল্লাহ হাজত পূরণ ও অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে।
সূত্রঃ-দারমন ব কোরআন, পৃঃ নং ১৬৭।
বৃহস্পতিবার দিনের বিশেষ নফল নামাজঃ |
- ১ম রাকাতে সূরা ফাতিহার পর ১১ বার সূরা ইখলাস।
- ২য় রাকাতে সূরা ফাতিহার পর ২১ বার সূরা ইখলাস।
- ৩য় রাকাতে সূরা ফাতিহার পর ৩১ বার সূরা ইখলাস।
- ৪র্থ রাকাতে সূরা ফাতিহার পর ৪১ বার সূরা ইখলাস।
বৃহস্পতিবার দিবাগত রাতঃ
এই রাতে আমরা ঐ সকল মুসাফিরদের স্মরণ করবো, যারা আমাদের আপনজন ছিলেন,এক সময় আমাদের পাশেই ছিলেন, আমাদের মাঝেই ছিলেন।আর এখন আমাদের অন্তরে তাদের স্মরণ ও স্মৃতিই শুধু রয়ে গেছে। তারা চলে গেছেন।আজ তাদের করার কিছুই নেই!মাটির নীচে (বারযাখের জগতে) তারা কতই না অসহায়।এখন আমাদের দিকে তাঁকিয়ে আছেন তারা।আসুন! এ রাতে তিন বার দরুদ, একবার সূরা ফাতিহা ও তিন বার সূরা ইখলাস পাঠ করে তাদের রুহে হাদিয়া পাঠাই।আর আমাদের মরহুম পিতা-মাতার কাছে খাসভাবে সাওয়াব রেসানির জন্যে দুই রাকাত নামাজ আদায় করি।
- প্রথম রাকাতে সুরা ফাতিহার পর ১০ বার নিচের দোয়াটি তিলাওয়াত করাঃ
رَبِّ اغْفِرْلى وَلِوالِدَىَّ وَ لِلْمُؤْمِنینَ یَوْمَ یَقُومُ الْحِسابُ.উচ্চারণঃ-“রব্বিগ্ব্ ফির্-লি ওয়ালি-ওয়া-লিদাইয়্যা ওয়া লিল্-মুমিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।”
- দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর ১০ বার নিচের দোয়াটি তিলাওয়াত করাঃ
رَبِّ اغْفِرْلى وَ لِوالِدَىَّ وَ لِمَنْ دَخَلَ بَیْتِىَ مُؤْمِناً وَ لِلْمُؤْمِنینَ وَالْمُؤْمِناتِ.উচ্চারণঃ-“রব্বিগ্ব্ ফির্-লি ওয়ালি-ওয়া-লিদাইয়্যা ওয়া লিমান্ দাখালা বাইতিয়া মুমিনান্ ওয়া লিল্ মুমিনিনা ওয়াল মুমিনা-ত্।”
- নামাজ শেষে ১০ বার নিচের দোয়াটি তিলাওয়াত করাঃ
رَبِّ ارْحَمْهُما کَما رَبَّیانى صَغیراً.উচ্চারণঃ-“রব্বির্ হাম্-হুমা কামা রব্বাইয়ানি স্বাগ্বিরা।”
শুক্রবার দিনের বিশেষ নফল নামাজঃ |
সূত্রঃ-মিসবাহুল মুজতাহিদ, পৃঃ নং ২৬১।
@SHH/SHSNURI/2020
মতামত দিন