প্রবন্ধ হাদিস

হযরত আলী (আঃ)‘র পবিত্র মানযিলাতের (মর্যাদা সম্পর্কিত) হাদীস।—(০১)

হযরত আলী (আঃ) বলেছেন—
“সেই সত্তার শপথ যিনি বীজ থেকে অঙ্কুর উদগম করেন এবং প্রাণী সৃষ্টি করেন! নিশ্চয়ই রাসূল (সাঃ) আমাকে অসিয়াত করেছেন যে, ‘মু‘মিনরাই আমাকে ভালবাসবে এবং মুনাফিকরাই আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে।”

সূত্র : সহীহ্ মুসলিম — খঃ ১ হাঃ ১৪৮ (ইঃ সেঃ)।

আবুজার গিফারী, আবু সাইদ খুদরী, আব্দুল্লাহ্ ইবনে মাসুদ ও জাবির ইবনে আব্দুল্লাহ্ আনসারী (রাঃ) হতে বর্ণিত যে—
“আমরা সাহাবাগণ হযরত আলীর প্রতি ঘৃণা দ্বারা মুনাফেক খুঁজে বের করতাম।”

সূত্র : সহীহ্ মুসলিম — খঃ১ হাঃ ১৪৪ (ইঃ ফাঃ) / জামে আত তিরমিযী — খঃ ৬ হাঃ ৩৬৫৪, ৩৬৫৫ (ইঃ সেন্টার) / মিশকাত — খঃ ১১ হাঃ ৫৮৪১ (এমদাদীয়া) / কাতেবীনে ওহী — পৃঃ ২১২ (ইঃ ফাঃ) / আশারা মোবাশশারা — পৃঃ ১৯৭ (এমদাদীয়া) / হযরত আলী — পৃঃ ১৪ (এমদাদীয়া)।

আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম।

1 Comment

মতামত দিন