অন্যান্য প্রবন্ধ

আহলে সুন্নাহ ইতিহাসের কিতাব “তারিখে তাবারী” তে হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ) এর বাড়িতে সন্ত্রাসী হামলা।

আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আল তাবারি (২২৪–৩১০ হিজরি; ৮৩৯–৯২৩ খ্রিষ্টাব্দ) ছিলেন মাজানদারানের তাবারিস্তানের আহলে সুন্নাহর একজন খ্যাতনামা ও প্রভাবশালী পারসিয়ান পন্ডিত, ইতিহাসবিদ ও মুফাসসির। ইসলামি বিষয়াদি ও ইতিহাসের উপর তার পান্ডিত্যের কারণে বর্তমানকালেও তিনি সমাদৃত। তিনি কাব্যঅভিধানব্যাকরণনীতিশাস্ত্রগণিত ও চিকিৎসাবিজ্ঞান নিয়েও লিখেছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য ও পরিচিত কর্ম হল তাফসির আল তাবারি এবং তার ঐতিহাসিক গ্রন্থ তারিখ আল রসুল ওয়াল মুলুক (ইংরেজিতে “হিস্ট্রি অব দ্য প্রফেটস এন্ড কিংস’’ বলে পরিচিত) যা তারিখ আল তাবারি বলেও ডাকা হয়।তিনি তার ইতিহাসের কিতাব “তারিখে তাবারী” তে ইমাম আলী (আঃ) থেকে জোরপূর্বক বাইয়াত আদায় ও আগুন ধরিয়ে দেওয়ার ধমকা ধমকি পরিষ্কার উল্লেখ করেছেনঃ

“ওমর ইবনুল খাত্তাব হযরত আলী (আঃ) এর ঘরে এসেছিল। তালহা ও জুবায়ের এবং অভিবাসীদের কয়েকজনও বাড়িতে ছিলেন।ওমর চিৎকার করে বললঃ “আল্লাহর শপথ, হয় আপনি বাইয়াত আদায় করতে বেরিয়ে আসুন, না হলে আমি ঘরে আগুন জ্বালিয়ে দেব।”

আহলে সুন্নাহ সূত্রঃ তারিখে তাবারী (ইংরেজি) খন্ড- ০৯, পৃষ্ঠাঃ ১৮৬, ১৮৭।/ তারিখে তাবারী (আরবি) খন্ড- ০৩, পৃষ্ঠাঃ ২০২।

তারিখে তাবারী (ইংরেজি) খন্ড- ০৯, পৃষ্ঠাঃ ১৮৬,।

তারিখে তাবারী (ইংরেজি) খন্ড- ০৯, পৃষ্ঠাঃ ১৮৭।

তারিখে তাবারী (আরবি) খন্ড- ০৩, পৃষ্ঠাঃ ২০২।


সিপাহসালার ইনস্টিটিউশন | জানুয়ারি ২০২১এস এইচ হক

মতামত দিন