প্রবন্ধ

আহলে সুন্নাহ রেওয়ায়েতে নবীকন্যা হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ) এর বাড়িতে সন্ত্রাসী হামলা।

আবু মুহম্মদ আবদুল্লাহ ইবনে মুসলিম ইবনে কুতায়বাহ দায়নুরি তাঁর খলিফাদের ইতিহাসের কিতাব আল-ইমামাহ ওয়া আল-সিয়াসাহএ লিখেছেনঃ

উমর কাঠের জন্য জিজ্ঞাসা করলেন (কাঠ আনতে বললেন) এবং বাড়ির ভিতরে সেই লোকদের বললেনঃ “আমি আল্লাহর শপথ করছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আপনি যদি বের না হন তবে আমি ঘরটি পুড়িয়ে ফেলব।কেউ উমরকে বলেছিল যে ফাতেমা বাড়ির ভিতরে আছে। উমর বললেনঃ “তাতে কি! কে ঘরে আছে তা আমার কিছু যায় আসে না।”

আহলে সুন্নাহ সূত্রঃ আল ইমামাহ ওয়াল সিয়াসাহ (ইবনে কুতায়বাহ) খন্ডঃ- ০১, পৃষ্ঠাঃ- ৩০।

(وإن أبا بکر رضی الله عنه تفقد قوما تخلفوا عن بیعته عند علی کرم الله وجهه فبعث إلیهم عمر فجاء فناداهم وهم فی دار علی فأبوا أن یخرجوا فدعا بالحطب وقال والذی نفس عمر بیده لتخرجن أو لأحرقنها على من فیها فقیل له یا أبا حفص إن فیها فاطمة فقال وإن.)


সিপাহসালার ইনস্টিটিউশন | জানুয়ারি ২০২১এস এইচ হক

 

 


 

মতামত দিন