দু’আ/যিকির/ওযিফা/আমল রমজান মাসের আমল ইবাদত ফজিলত ও মাসায়লাঃ

পবিত্র রমজান মাসে প্রত্যেক দিনের দোয়া।

১ম রমজানের দোয়া
اَللّـهُمَّ اجْعَلْ صِيامي فيهِ صِيامَ الصّائِمينَ، وَقِيامي فيهِ قيامَ الْقائِمينَ، وَنَبِّهْني فيهِ عَنْ نَوْمَةِ الْغافِلينَ، وَهَبْ لى جُرْمي فيهِ يا اِلـهَ الْعالَمينَ، وَاعْفُ عَنّي يا عافِياً عَنْ الْمجْرِمينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মাজ আল সিয়ামি ফিহে সিয়ামাস সায়েমিন ওয়া কিয়ামি ফিহে কিয়ামাল কায়িমিন ওয়া নাব্বেহনি ফিহে আন নাওমাতিল গাফিলিন ওয়া হাবলি জুরনি ফিহে ইয়া ইলাহাল আলামিন ওয়ায়ফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন ।

অর্থঃ- হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ কর। আমার নামাজকে কবুল কর প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে। আমাকে জাগিয়ে তোলো গাফিলতির ঘুম থেকে। হে জগত সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গুনাহ মাফ করে দাও। ক্ষমা করে দাও আমার যাবতীয় অপরাধ। হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।


২য় রমজানের দোয়া
اَللّـهُمَّ قَرِّبْني فيهِ اِلى مَرْضاتِكَ، وَجَنِّبْني فيهِ مِنْ سَخَطِكَ وَنَقِماتِكَ، وَوَفِّقْني فيهِ لِقِرآءَةِ ايـاتِكَ بِرَحْمَتِكَ يا اَرْحَمَ الرّاحِمينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মার কাররিবনি ফিহে ইলা মারজাতিকা ওয়া জান্নেবনি ফিহে মিন সাখাতিকা ওয়ানাকেমাতিকা ওয়া ওয়াফফিকনি ফিহে লি কারায়াতে আয়াতিকা বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থঃ- হে আল্লাহ! তোমার রহমতের উসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও। দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে । আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করার । হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।


৩য় রমজানের দোয়া
اَللّـهُمَّ ارْزُقْني فيهِ الذِّهْنَ وَالتَّنْبيهَ، وَباعِدْني فيهِ مِنَ السَّفاهَةِ وَالَّتمْويهِ، وَاجْعَلْ لى نَصيباً مِنْ كُلِّ خَيْر تُنْزِلُ فيهِ، بِجُودِكَ يا اَجْوَدَ الاْجْوَدينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মার জুকনি ফিহেজ জাহনা ওয়াত তাম্বিহা ওয়া বায়েদ নী ফিহে মিনাস সাফাহাতি ওয়াত তামওয়ীহে ওয়াজ আললী নাসীবান মিন কুল্লে খাইরিন তুনজেলু ফিহে বিজুদিকা ইয়া আজওয়াদাল আজওয়াদিন।
অর্থঃ- হে আল্লাহ ! আজকের দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান কর। আমাকে দূরে রাখ অজ্ঞতা ‚নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজ‑কর্ম থেকে। এ দিনে যত ধরণের কল্যাণ দান করবে তার প্রত্যেকটি থেকে তোমার দয়ার উসিলায় আমাকে উপকৃত কর। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।


৪র্থ রমজানের দোয়া
اَللّـهُمَّ قَوِّني فيهِ عَلى اِقامَةِ اَمْرِكَ، وَاَذِقْني فيهِ حَلاوَةَ ذِكْرِكَ، وَاَوْزِعْني فيهِ لاَِداءِ شُكْرِكَ بِكَرَمِكَ، وَاحْفَظْني فيهِ بِحِفْظِكَ وَسَتْرِكَ، يا اَبْصَرَ النّاظِرينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মার কাওয়ীনী ফিহে আলা ইকামাতি আমরেকা ওয়া আজেকনি ফিহে হালাওয়াতা জিকরেকা ওয়া আওজেয়নি ফিহে লি আদায়ে শুকরেকা বেকারামিকা ওয়াহফাজনি ফিহে বিহিফজিকা ওয়া সিতরিকা ইয়া আবসারান নাজিরিন।।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও। তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও। তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত কর । হে দৃষ্টিমানদের মধ্যে শ্রেষ্ঠ দৃষ্টিমান। আমাকে এ দিনে তোমারই আশ্রয় ও হেফাজতে রক্ষা কর।


৫ম রমজানের দোয়া
اَللّـهُمَّ اجْعَلْني فيهِ مِنْ الْمُسْتَغْفِرينَ، وَاجْعَلْني فيهِ مِنْ عِبادِكَ الصّالِحينَ اْلقانِتينَ، وَاجْعَلني فيهِ مِنْ اَوْلِيائِكَ الْمُقَرَّبينَ، بِرَأْفَتِكَ يا اَرْحَمَ الرّاحِمينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মাজ আলনী ফিহে মিনাল মুস্তাগফিরিন ওয়াজয়ালনী ফিহে মিন ইবাদিকস সালিহীনাল কৃানিতিন ওয়াজ আলনী ফিহে মিন আওলিয়ায়িকাল মুকাবিন বিরায় ফাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থঃ- হে আল্লাহ ! এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভূক্ত কর। আমাকে শামিল কর তোমার সৎ ও অনুগত বান্দাদের কাতারে । হে আল্লাহ ! মেহেরবানী করে আমাকে তোমার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবে গ্রহণ কর। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান ।


৬ষ্ঠ রমজানের দোয়া
اَللّـهُمَّ لا تَخْذُلْني فيهِ لِتَعَرُّضِ مَعْصِيَتِكَ، وَلاتَضْرِبْني بِسِياطِ نَقِمَتِكَ، وَزَحْزِحْني فيهِ مِنْ مُوجِباتِ سَخَطِكَ، بِمَنِّكَ وَاَياديكَ يا مُنْتَهى رَغْبَةِ الرّاغِبينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা লাখজুলনী ফিহে লি তায়াররুজি মায়সিয়াতিকা ওয়ালা তাজরিবনি বি সিয়াতি নাকামাতিকা ওয়া জাহ যেনি ফিহে মিন মুজেবাতি সাখাতিকা বিমান্নিকা ওয়া আয়াদিকা ইয়া মুনতাহা রাগবাতের রাগেবিন।
অর্থঃ- হে আল্লাহ ! তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্চিত ও অপদস্থ করোনা । তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিওনা । সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো । হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস ।


৭ম রমজানের দোয়া
اَللّـهُمَّ اَعِنّي فِيهِ عَلى صِيامِهِ وَقِيامِهِ، وَجَنِّبْني فيهِ مِنْ هَفَواتِهِ وَآثامِهِ، وَارْزُقْني فيهِ ذِكْرَكَ بِدَوامِهِ، بِتَوْفيقِكَ يا هادِيَ الْمُضِلّينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা আইনি ফিহে আলা সিয়ামিহি ওয়া কিয়ামিহি ওয়া জান্নেবনী ফিহে মিল হাফাওয়াতিহী ওয়া আসামিহী ওয়ার জুকনি ফিহে জিকরেকা বেদাওয়ামিহী বি তাওফিকেকা ইয়া হাদিয়াল মুযাল্লিন।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য কর । আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো । তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও। হে পথ হারাদের পথ প্রদর্শনকারী ।


৮ম রমজানের দোয়া
اَللّـهُمَّ ارْزُقْني فيهِ رَحْمَةَ الاَْيْتامِ، وَاِطْعامَ اَلطَّعامِ، وَاِفْشاءَ السَّلامِ، وَصُحْبَةَ الْكِرامِ، بِطَولِكَ يا مَلْجَاَ الاْمِلينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মার জুকনি ফিহে রাহমাতাল আইতাম ওয়াল ইতয়ামাল তায়াম ওয়া ইফশায়াস সালাম ওয়া সােহবাতাল কিরাম বিতাওলিকা ইয়া মালজায়াল আমেলিন।
অর্থঃ- হে আল্লাহ ! তোমার উদারতার উসিলায় এ দিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার,ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার ও সৎ ব্যক্তিদের সাহায্য লাভ করার তৌফিক দাও । হে আকাঙ্খাকারীদের আশ্রয়স্থল ।


৯ম রমজানের দোয়া
اَللّـهُمَّ اجْعَلْ لي فيهِ نَصيباً مِنْ رَحْمَتِكَ الْواسِعَةِ، وَاهْدِني فيهِ لِبَراهينِكَ السّاطِعَةِ، وَخُذْ بِناصِيَتي اِلى مَرْضاتِكَ الْجامِعَةِ، بِمَحَبَّتِكَ يا اَمَلَ الْمُشْتاقينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মাজয়াল্লী ফিহে নাসিবান মিন রাহমাতিকাল ওয়াসিয়াতি ওয়াহদিনী ফিহে লিবারাহিনি কাতিয়াতি ওয়া খুজবিনা সিয়াতি ইলা মারজাতিকাল জামেয়াতি বেমুহাব্বাতিকা ইয়া আমালাল মুস্তাকিন।
অর্থঃ- হে আল্লাহ ! এদিনে আমাকে তোমার রহমতের অধিকারী কর । আমাকে পরিচালিত কর তোমার উজ্জ্বল প্রমাণের দিকে । হে আগ্রহীদের লক্ষ্যস্থল । তোমার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে তোমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও ।


১০ম রমজানের দোয়া
اَللّـهُمَّ اجْعَلْني فيهِ مِنَ الْمُتَوَكِّلينَ عَلَيْكَ، وَاجْعَلْني فيهِ مِنَ الْفائِزينَ لَدَيْكَ، وَاجْعَلْني فيهِ مِنَ الْمُقَرَّبينَ اِلَيْكَ، بِاِحْسانِكَ يا غايَةَ الطّالِبينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মাজয়ালনী ফিহে মিনাল মুতাওয়াক্কেলিনা আলাইকা ওয়াজয়ালনী ফিহি মিনাল ফায়েজিনা লাদাইকা ওয়াজয়ালনী ফিহি মিনাল মুকাবিনা ইলাইকা বি ইহসানিকা ইয়া গাইয়া তাত্ত্বালিবিন।
অর্থঃ- হে আল্লাহ ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভূক্ত কর । তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফলকামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও । হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।


১১তম রমজানের দোয়া
اَللّـهُمَّ حَبِّبْ اِلَيَّ فيهِ الاِْحْسانَ، وَكَرِّهْ اِلَيَّ فيهِ الْفُسُوقَ وَالْعِصْيانَ، وَحَرِّمْ عَلَيَّ فيهِ السَّخَطَ وَالنّيرانَ بِعَوْنِكَ يا غِياثَ الْمُسْتَغيثينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়া ফিহিল ইহসানা ওয়া কারেরহ ইলাইয়া ফিহিল ফুসুকা ওয়াল ইসইয়ানা ওয়া হামে আলাইয়া ফিহেস সাখাতা ওয়ান নিরানা বি আওনিকা ইয়া গিয়াসাল মুস্তাগিসিন।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানীকে অপছন্দনীয় কর। তোমার অনুগ্রহের উসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও । হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী ।


১২ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ زَيِّنّي فيهِ بِالسِّتْرِ وَالْعَفافِ، وَاسْتُرْني فيهِ بِلِباسِ الْقُنُوعِ وَالْكَفافِ، وَاحْمِلْني فيهِ عَلَى الْعَدْلِ وَالاِْنْصافِ، وَآمِنّي فيهِ مِنْ كُلِّ ما اَخافُ، بِعِصْمَتِكَ يا عِصْمَةَ الْخائِفينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা যাইয়েনি ফিহিল বিস সাতরি ওয়াল আফাফি ওয়াস তুরনি ফিহে বিল লিবাসি কুনুয়ে ওয়াল কাফাফে ওয়াহ মিল ফিহে আলাল আদলে ওয়াল ইনসাফি ওয়া আমিননি ফিহে মিন কুল্লে মায়াখাফু বি ইসমাতিকা ইয়া ইসমাতাল খায়েফিন।
অর্থঃ- হে আল্লাহ ! এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত কর । অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত কর । ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত কর । তোমার পবিত্রতার উসিলায় আমাকে ভীতিকর সবকিছু থেকে নিরাপদে রাখ । হে খোদা ভীরুদের রক্ষাকারী ।


১৩ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ طَهِّرْني فيهِ مِنَ الدَّنَسِ وَالاَْقْذارِ، وَصَبِّرْني فيهِ عَلى كائِناتِ الاَْقْدارِ، وَوَفِّقْني فيهِ لِلتُّقى وَصُحْبَةِ الاَْبْرارِ، بِعَوْنِكَ يا قُرَّةَ عَيْنِ الْمَساكينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা ত্বাহিরনি ফিহে মিনাদদানাস ওয়াল আকজারি ওয়া সাব্বিরনি ফিহে আলা কায়েনাতিল আকদারে ওয়া ওয়াফফিকনী ফিহে লিততুকা ওয়া সুহবাতিল আবরারে বি আওনিকা ইয়া কুরাতা আইনিল মাসাকিন।
অর্থঃ- হে আল্লাহ ! এদিনে আমাকে কলুষতা ও অপবিত্রতা থেকে পবিত্র কর । যা কিছু তকদীর অনুযায়ী হয় তা মেনে চলার ধৈর্য আমাকে দান কর । তোমার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দাও । হে অসহায়দের আশ্রয়দাতা ।


১৪ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ لا تُؤاخِذْني فيهِ بِالْعَثَراتِ، وَاَقِلْني فيهِ مِنَ الْخَطايا وَالْهَفَواتِ، وَلا تَجْعَلْني فيهِ غَرَضاً لِلْبَلايا وَالاْفاتِ، بِعِزَّتِكَ يا عِزَّ الْمُسْلِمينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা লাতুয়াখিজনি ফিহে বিল আশারাতি ওয়া আকিলনী ফিহি মিনাল খাতাইয়া ওয়াল হাফাওয়াতি ওয়ালা তাজয়ালনি ফিহে গারাজান ইলাল বালাইয়া ওয়াল আফাতি বি ইজ্জাতিকা ইয়া ইজ্জাল মুসলিমিন।
অর্থঃ- হে আল্লাহ ! এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্যে জিজ্ঞাসাবাদ করো না । আমার দোষ‑ত্রুটিকে হিসেবের মধ্যে ধরো না ।তোমার মর্যাদার উসিলায় আমাকে বিপদ-আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না। হে মুসলমানদের মর্যাদা দানকারী।


১৫ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ ارْزُقْني فيهِ طاعَةَ الْخاشِعينَ، وَاشْرَحْ فيهِ صَدْري بِاِنابَةِ الُْمخْبِتينَ، بِاَمانِكَ يا اَمانَ الْخائِفينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মার জুকনি ফিহি ত্বায়াতাল খাশিয়িন ওয়াশরাহ ফিহি সাদরি বি ইনাবাতিল মুখবিতিনা বি আমানিকা ইয়া আমানাল খারিফিন।
অর্থঃ- হে আল্লাহ ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তৌফিক দাও । তোমার আশ্রয় ও হেফাজতের উসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে খোদাভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত কর । হে খোদাভীরু মুত্তাকীদের আশ্রয়দাতা ।


১৬ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ وَفِّقْني فيهِ لِمُوافَقَةِ الاَْبْرارِ، وَجَنِّبْني فيهِ مُرافَقَةَ الاَْشْرارِ، وَآوِني فيهِ بِرَحْمَتِكَ اِلى دارِ الْقَـرارِ، بِاِلهِيَّتِكَ يا اِلـهَ الْعالَمينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা ওয়াফ ফিকনি ফিহি লি মাওয়াফাকাতিল আবরার ওয়া জান্নেবনি ফিহে মুরাফাকাল আশরার ওয়া আওয়ীনী ফিহে বেরাহমাতিকা ইলা ফি দারিল কারার বি লাহি ইয়াতিকা ইয়া ইলাহাল আলামিন।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার সৎবান্দাদের সাহচর্য লাভের তৌফিক দাও। আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার খোদায়ীত্বের শপথ করে বলছি, আমাকে তোমার রহমতের বেহেশতে স্থান দাও। হে জগতসমূহের প্রতিপালক।


১৭ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ اهْدِني فيهِ لِصالِحِ الاَْعْمالِ، وَاقْضِ لي فيهِ الْحَوائِجَ وَالاْمالَ، يا مَنْ لا يَحْتاجُ اِلَى التَّفْسيرِ وَالسُّؤالِ، يا عالِماً بِما في صُدُورِ الْعالَمينَ، صَلِّ عَلى مُحَمَّد وَآلِهِ الطّاهِرينَ .
উচ্চারনঃ- আল্লাহুম্মাহদিনী ফিহে লি সলিহিল আয়মাল ওয়াকৃজিলি ফিহিল হাওয়ায়েজে ওয়াল আমাল ইয়া মান লা ইয়ুহ তাজু ইলাত তাফসিরে ওয়াস সাওয়াল ইয়া আলেমান বিমা ফি সুদুরেল আ’য়লামিন সাল্লিআলা মুহাম্মাদিন ওয়া আলেহিত্বাহিরিন।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে আমাকে সৎকাজের দিকে পরিচালিত কর। হে মহান সত্ত্বা যার কাছে প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা দেয়ার দরকার হয় না। আমার সব প্রয়োজন ও আশা-আকাঙ্খা পূরণ করে দাও। হে তাবত দুনিয়ার রহস্যজ্ঞানী ! হযরত মুহাম্মদ (সঃ) এবং তাঁর পবিত্র বংশধরদের ওপর রহমত বষর্ণ কর।


১৮ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ نَبِّهْني فيهِ لِبَرَكاتِ اَسْحارِهِ، وَنَوِّرْ فيهِ قَلْبي بِضياءِ اَنْوارِهِ، وَخُذْ بِكُلِّ اَعْضائي اِلَى اتِّباعِ آثارِهِ، بِنُورِكَ يا مُنَوِّرَ قُلُوبِ الْعارِفينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা নাবে নি ফিহে লি বারাকাতে আসহারিহি ওয়া নাওয়ের ফিহে কালবি বি জিয়ায়ি আনওয়ারিহি ওয়া খুজ বি কুল্লে আ’য়জায়ি ইলাত তিবায়ি আসারিহি বি নুরেকা ইয়া মুনাওয়েরা কুবেল আরেফিন।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে আমাকে সেহরীর বরকতের উসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সেহরীর নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের উসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধকদের অন্তর আলোকিতকারী !


১৯ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ وَفِّرْ فيهِ حَظّي مِنْ بَرَكاتِهِ، وَسَهِّلْ سَبيلي اِلى خَيْراتِهِ، وَلا تَحْرِمْني قَبُولَ حَسَناتِهِ، يا هادِياً اِلَى الْحَقِّ الْمُبينِ
উচ্চারনঃ- আল্লাহুম্মা ওয়া ওয়াফফের ফিহে হাজ্জি মিন বারাকাতিহী ওয়াস সাহিল সাবিলি ইলা খাইরাতিহী ওয়া লা তাহরিমনি কুবুল হাসানাতিকা ইয়া হাদিয়ান ইলাল হাক্কিল মুবিন।
অর্থঃ- হে আল্লাহ ! আমাকে এ মাসের বরকতের অধিকারী কর। এর কল্যাণ অজর্নের পথ আমার জন্য সহজ করে দাও। এ মাসের কল্যাণ লাভ থেকে আমাকে বঞ্চিত করো না। হে স্পষ্ট সত্যের দিকে পথো নির্দেশকারী।


২০ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ افْتَحْ لي فيهِ اَبْوابَ الْجِنانِ، وَاَغْلِقْ عَنّي فيهِ اَبْوابَ النّيرانِ، وَوَفِّقْني فيهِ لِتِلاوَةِ الْقُرْآنِ، يا مُنْزِلَ السَّكينَةِ فى قُلُوبِ الْمُؤْمِنينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মফতাহ্ লি ফিহি আবওয়াবাল জিনানে ওয়া আগলেক আন্নি ফিহে আবওয়াবান নিরানি ওয়া ওয়াফফিকনি ফিহি লি তিলাওয়াতিল কুরআনি ইয়া মুনজেলাস সাকিনাতে ফি কুবিল মু’য়মেনিন।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে আমার জন্যে বেহেশতের দরজাগুলো খুলে দাও এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান কর। হে ঈমানদারদের অন্তরে প্রশান্তি দানকারী।


২১ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ اجْعَلْ لى فيهِ اِلى مَرْضاتِكَ دَليلاً، وَلا تَجْعَلْ لِلشَّيْطانِ فيهِ عَلَيَّ سَبيلاً، وَاجْعَلِ الْجَنَّةَ لى مَنْزِلاً وَمَقيلاً، يا قاضِيَ حَوائِجِ الطّالِبينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মাজ আললি ফিহে ইলা মারজাতিকা দালিলান ওয়ালা তাজয়াল লিশ শাইত্বানি ফিহি আলাইয়া সাবিলান ওয়াজয়া লিল জান্নাতালি মানজিলান ওয়া মুকিলান ইয়া কৃাজিয়াল, হাওয়ায়েজেত তালিবিন।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত কর। শয়তানদের আমার উপর আধিপত্য বিস্তার করতে দিওনা। জান্নাতকে আমার গন্তব্যে পরিণত কর। হে প্রার্থনাকারীদের অভাব মোচনকারী ।


২২ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ افْتَحْ لى فيهِ اَبْوابَ فَضْلِكَ، وَاَنْزِلْ عَلَيَّ فيهِ بَرَكاتِكَ، وَوَفِّقْني فيهِ لِمُوجِباتِ مَرْضاتِكَ، وَاَسْكِنّي فيهِ بُحْبُوحاتِ جَنّاتِكَ، يا مُجيبَ دَعْوَةِ الْمُضْطَرّينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মফতাহুলি ফিহি আবওয়াবা ফাজলিকা ওয়াআনজিল আলাইয়া ফিহি বারাকাতিকা ওয়া ওয়াফফিকনি ফিহে লি মু‘জেবাতি মারজাতিকা ওয়া আসকিন্নি ফিহি বােহবুহাতি জান্নাতিকা ইয়া মুজিবা দাওয়াতিল মুতারিন।
অর্থঃ- হে আল্লাহ ! আজ তোমার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত নাজিল কর। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী।


২৩ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ اغْسِلْني فيهِ مِنَ الذُّنُوبِ، وَطَهِّرْني فيهِ مِنَ الْعُيُوبِ، وَامْتَحِنْ قَلْبي فيهِ بِتَقْوَى الْقُلُوبِ، يا مُقيلَ عَثَراتِ الْمُذْنِبينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মাগ সিলনি ফিহি মিনাজ জুনুব ওয়াত্বাহিরনি ফিহি মিনাল উইয়ুব ওয়ামতাহেন কালবি ফিহে বেতাকওয়াল কুলুব ইয়া মুকিলা আসারাতিল মুজনেবিন।
অর্থঃ- হে আল্লাহ ! আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিস্কার করে দাও। আমাকে সব দোষ‑ত্রুটি থেকে পবিত্র কর। তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ কর। হে অপরাধীদের ভুল‑ত্রুটি মার্জনাকারী।


২৪ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ فيهِ ما يُرْضيكَ، وَاَعُوذُبِكَ مِمّا يُؤْذيكَ، وَاَسْأَلُكَ التَّوْفيقَ فيهِ لاَِنْ اُطيعَكَ وَلا اَعْصيْكَ، يا جَوادَ السّائِلينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা ইন্নি আস আলুকা ফিহে মা ইয়ুরজিকা ওয়া আওজুবিকা মিম্মা ইয়ূজিকা ওয়া আস আলুকাত তাওফিকা ফিহি লি আন ওতিয়াকা ওয়ালা আয়সিয়াকা ইয়া জাওয়াদাস সায়িলিন।
অর্থঃ- হে আল্লাহ ! আজ তোমার কাছে ঐসব আবেদন করছি যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয় তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তৌফিক দাও। হে প্রার্থীদের প্রতি দানশীল।


২৫ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ اجْعَلْني فيهِ مُحِبَّاً لاَِوْلِيائِكَ، وَمُعادِياً لاَِعْدائِكَ، مُسْتَنّاً بِسُنَّةِ خاتَمِ اَنْبِيائِكَ، يا عاصِمَ قُلُوبِ النَّبِيّينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মাজ য়াল নি ফিহে মুহেব্বান লি আওলিয়ায়িকা ওয়া মুয়াদিয়ান লি আয়দায়িকা মুসতান্নান বিসুন্নাতি খাতামি আম্বিয়ায়িকা ইয়া আসেমা কুবিন্নাবিয়্যিন।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখেরী নবীর সুন্নত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান কর। হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।


২৬ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ اجْعَلْ سَعْيي فيهِ مَشْكُوراً، وَذَنْبي فيهِ مَغْفُوراً وَعَمَلي فيهِ مَقْبُولاً، وَعَيْبي فيهِ مَسْتُوراً، يا اَسْمَعَ السّامِعينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মাজয়াল সা’য়য়ি ফিহে মাশকুরান ওয়া জাবনি ফিহে মাগফুরান ওয়া আমালি ফিহে মাগবুলান ওয়া আইবি ফিহে মাসতুরান ইয়া আসমায়াস সামিয়িন।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও। আমার সব গুনাহ মাফ করে দাও। আমার সব আমল কাজ কবুল করো এবং সব দোষক্রুটি ঢেকে রাখ। হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।


২৭ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ ارْزُقْني فيهِ فَضْلَ لَيْلَةِ الْقَدْرِ، وَصَيِّرْ اُمُوري فيهِ مِنَ الْعُسْرِ اِلَى الْيُسْرِ، وَاقْبَلْ مَعاذيري، وَحُطَّ عَنّيِ الذَّنْبَ وَالْوِزْرَ، يا رَؤوفاً بِعِبادِهِ الصّالِحينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মার জুনি ফিহে ফাজলা লাইলাতিল কাদরে ওয়াসাইয়ের ফিহে উমুরি মিনাল উসরী ইলাল ইয়ুসরি ওয়াকবাল মায়জিরি ওয়া হুত্তা আন মিজ জাম্বা ওয়াল ওয়িজরা ইয়া রাউফান বি ইবাদিহিস সালিহিন।
অর্থঃ- হে আল্লাহ ! আজকের দিনে আমাকে শবেকদরের ফজিলত দান কর। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও। আমার অক্ষমতা কবুল কর এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।


২৮ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ وَفِّرْ حَظّي فيهِ مِنَ النَّوافِلِ، وَاَكْرِمْني فيهِ بِاِحْضارِ الْمَسائِلِ، وَقَرِّبْ فيهِ وَسيلَتى اِلَيْكَ مِنْ بَيْنِ الْوَسائِلِ، يا مَنْ لا يَشْغَلُهُ اِلْحـاحُ الْمُلِحّينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা ওয়াফফের হাজ্জি ফিহে মিনাল নাওয়াফিলি ওয়া আকরেমনি ফিহে বি ইজারিল মাসায়িলি ওয়া কাররেব ফিহে ওয়া সিলাতি ইলাইকা মিন বাইনিল ওয়াসায়িলি ইয়া মান লা ইয়াশ গাহু ইলহাহুল মুলেহীন।
অর্থঃ- হে আল্লাহ ! এ দিনে আমাকে নফল এবাদতের পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত কর। তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্যে সহজ করে দাও। হে পবিত্র সত্ত্বা ! যাকে, অনুরোধকারীদের কোন আবেদন নিবেদন , ন্যায়বিচার থেকে টলাতে পারে না।


২৯ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ غَشِّني فيهِ بِالرَّحْمَةِ، وَارْزُقْني فيهِ التَّوْفيقَ وَالْعِصْمَةَ، وَطَهِّرْ قَلْبي مِنْ غَياهِبِ التُّهْمَةِ، يا رَحيماً بِعِبادِهِ الْمُؤْمِنينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মা গাশশিনি ফিহি বি রাহমাতি ওয়ারজুকনি ফিহেত তাওফিকা ওয়াল ইসমাতা ওয়া ত্বাহির কালবি মিন গাইয়াহিবি তুহমাতি ইয়া রাহিমান বি ইবাদিহিল মু’য়মেনিন।
অর্থঃ- হে আল্লাহ ! আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও। গুনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান কর। আমার অন্তরকে মুক্ত কর অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে । হে ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান।


৩০ তম রমজানের দোয়া
اَللّـهُمَّ اجْعَلْ صِيامى فيهِ بِالشُّكْرِ وَالْقَبُولِ عَلى ما تَرْضاهُ وَيَرْضاهُ الرَّسُولُ، مُحْكَمَةً فُرُوعُهُ بِالاُْصُولِ، بِحَقِّ سَيِّدِنا مُحَمَّد وَآلِهِ الطّاهِرينَ، وَالْحَمْدُ للهِ رَبِّ الْعالَمينَ
উচ্চারনঃ- আল্লাহুম্মাজয়াল সিয়ামি ফিহে বিশ শুকরে ওয়াল কুবুলে আলামা তারজাহু ওয়া ইয়ারজাহুর রাসুল মুহকামাতান ফরুয়ুহু বিল উসুলে বি হাক্কি সাইয়্যেদিনা মুহাম্মাদিন ওয়া আলিহিত ত্বাহিরিনা। ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
অর্থঃ- হে আল্লাহ ! তুমি ও তোমার রাসুল ঠিক যেমনিভাবে খুশি হবে তেমনি করে আমার রোজাকে পুরস্কৃত কর এবং কবুল করে নাও। আমাদের নেতা হযরত মুহাম্মদ (সঃ) ও তার পবিত্র বংশধরদের উসিলায় আমার সব ক্ষুদ্র ক্ষুদ্র আমলকে মূল এবাদতের সাথে যোগ করে শক্তিশালী কর। আর সব প্রশংসা ও স্তুতি জগতসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর।


সিপাহসালার ইনস্টিটিউশন | এপ্রিল ২০১৯এস এইচ হক

মন্তব্য

  • ধন্যবাদ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।

  • ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ (সাঃ) রমজান মাসে এই দোয়াগুলো পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

মতামত দিন