আমল-ইবাদত দু’আ/যিকির/ওযিফা/আমল

খাঁকে শেফা হাতে নেওয়া এবং খাওয়ার দোয়া

একদা এক লোক ইমাম আঃ কে এসে বলল সে সর্বদা নানাধরনের অসুখ বা ব্যথায় আক্রান্ত এবং কোন ঔষধ সেবনেও  আরোগ্য নেই। তখন ইমাম আঃ খাকে শেফার এই তদবিরটি দিলেন।

খাকে শেফা হাতে নিয়ে পড়তে হবেঃ

“বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহুম্মা ইন্নি আস আলোকা বেহাক্কে হাযেহি ততিনাতে ওয়াবে হাক্কিমা লেকিল লাযি আকহাযাহে বেহাক্কিননা বিইল লাযিতাব যাহা ওয়াবে হাক্কিল ভাসল ইল হাল্লা ফিহা সাল্লে আলা মোহাম্মাদিন ওয়া আহলে বায়তেহি ভাযাল ই ফিহা আম্মিন কুল্লে দাইন ওয়া আমমামা মিন কুল্লে খ্বাবফিন”।

শুধুমাত্র এক চিমটি মুখে খাওয়ার আগে এই দোয়া পড়তে হবে:

“বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহুম্মা ইন্নি আসআলোকা বেহাক্কিল মাল আকেল লাযি কাবযাহা ওয়া আসালোকা বেহাক্কিন নাবীইল লাযি খাযানাহা ওয়া আসালোকা বেহাক্কিল ওয়াসি ইললাযি হাল্লাফিহা আনতো সাল্লি আলা মোহাম্মাদমাদিন ওয়া আনতায আলি হাশিফা আমমিন কুল্লেদাঈন ওয়া আমানা মমিন কুল্লেসুঈন”।

@sat

মতামত দিন