রাসুল (সা.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেনঃ কোন ব্যাক্তি যদি ২৮শে শাবান রাতে (২৭শে শাবান দিবাগত রাতে) ৪ রাকাত নামাজ পড়ে। তাহলে আল্লাহ তার চেহারাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জল করে দিবেন, তার কবরকে বিস্তৃত করে দিবেন এবং কেয়ামতের বিভৎস এবং ভয়ঙ্কর মূহুর্তগুলো থেকে তাকে রক্ষা করবেন।
নামাজটি পড়ার পদ্ধতিঃ প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ইখলাস, ফালাক এবং নাস প্রত্যেকটি ১ বার করে পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট দুই রাকাত উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।
রাসুল (সা.) হতে বর্ণিত হয়েছেঃ কেউ যদি শাবান মাসে ২৮ দিন রোজা রাখে তাহলে কেয়ামতের দিন তার চেহারা নূরান্বিত হবে।
সূত্রঃ ইক্ববালুল আমাল, খন্ড ২, পৃষ্ঠা ৯৪৯, ৯৫০।
সিপাহসালার| ইনস্টিটিউশন | এপ্রিল ২০২১| এস, এ, এ
Excellent content! The way you explained the topic is impressive. For further details, I recommend this link: EXPLORE FURTHER. What do you all think?