আমল-ইবাদত দু’আ/যিকির/ওযিফা/আমল

দোয়া এ আহদ

বিছমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহুম্মা রব্বান নূরীল আযীমি ওয়া রব্বাল কুরসীয়ির রফীয়ি ওয়া রব্বাল বাহরিল মাসজূরি ওয়া মুনযিলাত তাওরাতি ওয়াল ইঞ্জীলি ওয়ায যাবূরি ওয়া রব্বাযযিল্লি ওয়াল হারূরি ওয়া মুনযিলাল কুরআনিল আযীমি ওয়া রব্বাল মালা-য়িকাতিল মুকাররবীনা ওয়াল আম্বিইয়ায়ি ওয়াল মুরসালীনা আল্লাহুম্মা ইন্নী আসয়ালুকা বিওয়াজহিকাল কারীমি ওয়া বিননূরী ওয়াজহিকাল মুনীরি ওয়া মুলকিকাল কাদীমি ইয়া হায়ইয়ু ইয়াকাইয়ূমু আসয়ালুকা বিছমিকাল্লাযী আশ রকাতা বিহীস সামাওয়াতু ওয়াল আরাযূনা ওয়া বিছমিকাল্লাযী ইয়াসলাহু বিহিল আওয়ালূনা ওয়াল আখিরূনা ইয়া হাইয়ান কাবলা কুল্লি হাইয়িন ওয়া ইয়া হাইয়ান বায়াদা কুল্লি হাইয়িন ওয়া ইয়া হায়ইয়ান হীনা লা হাইয়া ইয়া মুহয়িইয়াল মাওতা ওয়া মুমীতাল আহইয়ায়ি ইয়া হায়ইয়ু লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহুম্মা বাল্লিগ মাওলানাল ইমামাল হাদিইয়াল মাহদীইয়াল কায়িমা বিআমরিকা সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া আলা আবায়িহিত তাহিরীনা আন জামীইল মূমিনীনা ওয়াল মূমিনাতি ফী মাশরিকিল আরযি ওয়া মাগরিবি হাসাহলিহা জাবালিহা ওয়া বাররিহা ওয়া বাহরিহা ওয়া আন্নী ওয়া আন ওয়ালিদাইয়া মিনাস সালাওয়াতি যিনাতা আরশিল্লাহি ওয়া মিদাদা কালিমাতিহী ওয়ামা আহসাহু ইলমুহু ওয়া আহাত বিহী কিতাবুহু আল্লাহুম্মা ইন্নী উজাদ্দিদু লাহু ফী সাবীহাতি ইয়াওমী হাযা ওয়ামা ইশতু মিন আইয়ামী আহদান ওয়া আক্দান ওয়া বাইয়াতান লাহু ফী উনুকী লা আহূলু আনহা ওয়ালা আযূলু আবাদান আল্লাহুম্মাজ আলনী মিন আনসারিহী ওয়া আওয়ানিহি ওয়ায যাব্বীনা আনহু ওয়াল মুসারিয়ীনা ইলাইহি ফী কাযায়ি হাওয়ায়িজিহী ওয়াল মুমতাসিলীনা লিআওয়ামিরিহী ওয়াল মুহামীনা আনহু ওয়াস সাবিকীনা ইলা ইরাদাতিহী ওয়াল মুস্তাশহাদীনা বাইনা ইয়াদাইহি আল্লাহুম্মা ইন হালা বাইনী ওয়া বাইনাহুল মাওত আল্লাযি জায়ালতাহু আলা ইবাদিকা হাতমাম মাকযীইয়ান ফাআআখরিজনী মিন কবরী মূতাযিরন কাফানী শাহিরোন সাইফী মুজাররিদান কানাতী মুলাব্বিইয়ান দাওয়াতাদ দায়ী ফীল হাযিরি ওয়াল বাদী আল্লাহুম্মা আরিনীত তলয়াতার রশীদাতা ওয়াল গুররতাল হামীদাতা ওয়াকহুল নাযিরী বিনায রতিম মিন্নী ইলাইহি ওয়া আজ্জিল ফারাজাহু ওয়া সাহহিল মাখ রজাহু ওয়া আওসি মানহাজাহু ওয়াসলুকা বী মুহাজ্জাতুহু ওয়া আনফিয আমরহু ওয়াশদুদ আযরহু ওয়ামুরিল্লাহুম্মা বিহী বিলাদাকা ওয়া আহয়ি বিহী ইবাদাকা ফাইন্নাকা কুলতা ওয়া কোউলুকাল হাককুজযাহারাল ফাসাদু ফীল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদীননা সিফাআযহিরিল্লাহুম্মা লানা ওয়ালীয়িকা ওয়াবনা বিন্তি নাবীয়িকাল মুসাম্মাবিছমি রসূলিকা হাত্তালা ইয়াযফারা বিশাইয়িম মিনাল বাতিলি ইল্লা মাযযাকহু ওয়া ইয়ু হিককুল হাক্কাকা ওয়া ইয়ুহাকা হাক্হু ওয়াজ আলহু আল্লহুম্মা মাফযাআন লিমাযলুমি ইবাদিকা ওয়া নাসিরন লিমান লা ইয়াজিদু লাহু নাসিরন গয়রকা ওয়া মুজাদ্দিদান লিমাউত্তিলা মিন আহকামি কিতাবিকা ওয়া মুশাইয়িদান লিমাওয়া রদা মিন আলামি দীনিকা ওয়া সুনানি নাবীয়িকা সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াজ আলহু আল্লাহুম্মা মিম্মান হাসসান্তাহু মিন বাসিল মুতাদীনা আল্লাহুম্মা ওয়া সুররা নাবীয়িকা মুহাম্মাদান সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী বিরুইয়াতিহী ওয়া মান তাবিয়াহুআলা দাওয়াতিহী ওয়ার হামিস্তি কানাতা নাবায়াদাহু আল্লাহুম্মাকশিফ হাযিহিল গুম্মাতা আন হাযিহিল উম্মাতি বিহুযূরিহী ওয়া আজ্জিল লানা যুহূরহু ইন্নাহুম ইয়া রওনাহু বায়ীদান ওয়া নারাহু কারীবান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

অতপর নিজের ডান উরুতে তিনবার হাত মারতে হবে, আর প্রতিবার বলতে হবে “আল আজাল আল আজাল ইয়া মাওলা ইয়া সাহিবায্‌যামান”।

————————–

ইমাম জাফর সাদিক আঃ থেকে বর্নিতঃ যে ব্যক্তি দোয়া এ আহদ নিয়মিত চল্লিশ দিন ফজরের নামাজের পরে পাঠ করবে সে ইমাম আঃএর সাহায্যকারীদের মধ্যে গণ্য হবে আর যদি সে ইমাম আঃএর আবির্ভবের আগে মারা যায় তাহলে আল্লাহ্‌ তাকে কবর থেকে উঠাবেন আর তার বরকত থেকে হাজার নেকী লেখা হবে ও হাজার গোনাহ্‌ মুছে দেওয়া হবে।
এই দোয়ার মাধ্যমেই ইমাম মাহদী আঃএর সঙ্গে দীদার ও বাইয়াত সংগঠিত হয়।

মতামত দিন