দু’আ/যিকির/ওযিফা/আমল রমজান মাসের আমল ইবাদত ফজিলত ও মাসায়লাঃ

মহীমান্বীত আয়েম্মাহ আলাইহিস সালামের হতে বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত রমজান মাসের শেষ দশ রাতের দোয়া।

শেখ মুহম্মদ ইবনে ইয়াকুব আল‑কুলায়নী (রহ.) কর্তৃক সংকলিত হাদিসগ্রন্থ  ‘আল‑কাফীতে’ ইমাম জাফর সাদিক্ব (আ.) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ রমজান মাসের শেষ দশ রাত্রিতে নিন্মোক্ত দোয়াটি পাঠ করা উত্তম।

أَعُوذُ بِجَلالِ وَجْهِكَ الْكَرِيمِ أَنْ يَنْقَضِيَ عَنِّي شَهْرُ رَمَضَانَ أَوْ يَطْلُعَ الْفَجْرُ مِنْ لَيْلَتِي هَذِهِ وَ لَكَ قِبَلِي ذَنْبٌ أَوْ تَبِعَةٌ تُعَذِّبُنِي عَلَيْهِ

উচ্চারণঃ আউযু বিজালালি ওয়াজহিকাল কারিম আন ইয়ানক্বাযিয়া আন্নি শাহরু রামাযানা আউ ইয়াতলুআল ফাজরু মিন লাইলাতি হাযিহি ওয়া লাকা ক্বিবালি যাম্বু আউ তাবিআতুন তুআযযিবুনি আলাইহি।

অর্থঃ আমি আপনার সম্মানিত চেহারার মহিমার কাছে আশ্রয় চাই আমার কাছ থেকে রমজান মাস শেষ হওয়া থেকে অথবা এই রাতের সকাল উদয় হওয়া থেকে অথচ আপনার কাছে আমার পক্ষ থেকে কোন দায়ভার রয়েছে যে কারণে আপনি আমাকে শাস্তি দিবেন।


 ‘কাফআমি বালাদুল আমীন’ নামক গ্রন্থে এই দোয়ার ব্যাখ্যা দিয়ে ইমাম জাফর সাদিক্ব (আ.) হতে বর্ণিত একটি রেওয়ায়েত উল্লেখ করেছেন যে, রমজান মাসের শেষ দশ রাত্রিতে মাগরিব ও ইশার ওয়াজিব ও নফল নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে।তিনি বলেনঃ কেউ যদি এ দোয়াটি পাঠ করে তাহলে পূর্বের রমজান মাসে সে যদি কোন গুনাহ করে থাকে তাহলে তা ক্ষমা করে দেয়া হবে এবং তাকে এই মাসের অবশিষ্ট দিনগুলোতে গুনাহ থেকে বিরত রাখা হবে।

اللَّهُمَّ أَدِّ عَنَّا حَقَّ مَا مَضَى مِنْ شَهْرِ رَمَضَانَ وَ اغْفِرْ لَنَا تَقْصِيرَنَا فِيهِ وَ تَسَلَّمْهُ مِنَّا مَقْبُولا وَ لا تُؤَاخِذْنَا بِإِسْرَافِنَا عَلَى أَنْفُسِنَا وَ اجْعَلْنَا مِنَ الْمَرْحُومِينَ وَ لا تَجْعَلْنَا مِنَ الْمَحْرُومِينَ

উচ্চারণঃ আল্লাহুম্মা আদ্দি আন্না হাক্কা মা মাযা মিন শাহরি রামাযানা ওয়াগ্বফিরলানা তাকসিরানা ফিহি ওয়া তাসাল্লামহু মিন্না মাক্ববুলা ওয়া লা তুআখিযনা বিইসরাফিনা আলা আনফুসিনা ওয়াজআলনা মিনাল মারহুমিনা ওয়া লা তাজআলনা মিনাল মাহরুমিন।

অর্থঃ হে আল্লাহ রমজান মাসের চলে যাওয়া অধিকারগুলো আমাদের পক্ষ থেকে সম্পন্ন করে দিন, এবং তাতে আমাদের ঘাটতি ক্ষমা করে দিন এবং আমাদের পক্ষ থেকে তা গ্রহণ করে নিন এবং আমাদের নিজেদের ওপর বাড়াবাড়ির কারণে আমাদেরকে ধরবেন না এবং আমাদেরকে অনুগ্রহপ্রাপ্তদের মাঝে অন্তর্ভূক্ত করুন এবং আমাদেরকে বঞ্চিতদের মাঝে অন্তর্ভূক্ত করবেন না।


সৈয়দ ইবনে তাউস (রহ.) তাঁর ইক্ববালুল আমাল নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে, ইবনে আবি উমাইর (রহ.) মুরাযিম হতে বর্ণনা করেছে যে, তিনি বলেছেনঃ ইমাম জাফর সাদিক্ব (আ.) রমজান মাসের শেষ দশ রাত্রিতে এ দোয়াটি পাঠ করতেন। দোয়াটি নিন্মরূপঃ

اللَّهُمَّ إِنَّكَ قُلْتَ فِي كِتَابِكَ الْمُنْزَلِ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيْهِ الْقُرْءَانُ هُدًى لِلنَّاسِ وَ بَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَ الْفُرْقَانِ فَعَظَّمْتَ حُرْمَةَ شَهْرِ رَمَضَانَ بِمَا أَنْزَلْتَ فِيهِ مِنَ الْقُرْآنِ وَ خَصَصْتَهُ بِلَيْلَةِ الْقَدْرِ وَ جَعَلْتَهَا خَيْراً مِنْ أَلْفِ شَهْرٍ اللَّهُمَّ وَ هَذِهِ أَيَّامُ شَهْرِ رَمَضَانَ قَدِ انْقَضَتْ وَ لَيَالِيهِ قَدْ تَصَرَّمَتْ وَ قَدْ صِرْتُ يَا إِلَهِي مِنْهُ إِلَى مَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي وَ أَحْصَى لِعَدَدِهِ مِنَ الْخَلْقِ أَجْمَعِينَ فَأَسْأَلُكَ بِمَا سَأَلَكَ بِهِ مَلائِكَتُكَ الْمُقَرَّبُونَ وَ أَنْبِيَاؤُكَ الْمُرْسَلُونَ. وَ عِبَادُكَ الصَّالِحُونَ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ تَفُكَّ رَقَبَتِي مِنَ النَّارِ وَ تُدْخِلَنِي الْجَنَّةَ بِرَحْمَتِكَ وَ أَنْ تَتَفَضَّلَ عَلَيَّ بِعَفْوِكَ وَ كَرَمِكَ وَ تَتَقَبَّلَ تَقَرُّبِي وَ تَسْتَجِيبَ دُعَائِي وَ تَمُنَّ عَلَيَّ [إِلَيَ ] بِالْأَمْنِ يَوْمَ الْخَوْفِ مِنْ كُلِّ هَوْلٍ أَعْدَدْتَهُ لِيَوْمِ الْقِيَامَةِ إِلَهِي وَ أَعُوذُ بِوَجْهِكَ الْكَرِيمِ وَ بِجَلالِكَ الْعَظِيمِ أَنْ يَنْقَضِيَ أَيَّامُ شَهْرِ رَمَضَانَ وَ لَيَالِيْهِ وَ لَكَ قِبَلِي تَبِعَةٌ أَوْ ذَنْبٌ تُؤَاخِذُنِي بِهِ أَوْ خَطِيْئَةٌ تُرِيْدُ أَنْ تَقْتَصَّهَا مِنِّي لَمْ تَغْفِرْهَا لِي سَيِّدِي سَيِّدِي سَيِّدِي أَسْأَلُكَ يَا لا إِلَهَ إِلا أَنْتَ إِذْ لا إِلَهَ إِلا أَنْتَ، إِنْ كُنْتَ رَضِيْتَ عَنِّي فِي هَذَا الشَّهْرِ فَازْدَدْ عَنِّي رِضًا وَ إِنْ لَمْ تَكُنْ رَضِيتَ عَنِّي فَمِنَ الْآنَ فَارْضَ عَنِّي يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ يَا اللَّهُ يَا أَحَدُ يَا صَمَدُ يَا مَنْ لَمْ يَلِدْ وَ لَمْ يُولَدْ وَ لَمْ يَكُنْ لَهُ كُفُوا أَحَدٌ

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নাকা কুলতা ফি কিতাবিকাল মুনযালি শাহরু রামাযানাল্লাযি উনযিলা ফিহিল কুরআনু হুদাল লিননাসি ওয়া বাইয়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকানি ফা আযযামতা হুরমাতা শাহরি রামাযানা বিমা আনযালতা ফিহি মিনাল কুরআনি ওয়া খাসাসতাহু বিলাইলাতিল ক্বাদরি ওয়া জাআলতাহা খায়রাম মিন আলফি শাহরি। আল্লাহুম্মা ওয়া হাযিহি আইয়্যামু শাহরি রামাযানা ক্বাদিন কাযাত ওয়া লাইয়ালিহি ক্বাদ তাসাররামাত ওয়া ক্বাদ সীরতু ইয়া ইলাহী মিনহু ইলা মা আনতা আলামু বিহি মিন্নি ওয়া আহসা লিআদাদিহি মিনাল খালক্বি আজমাইন ফা আসআলুকা বিমা সাআলাকা বিহি মালায়িকাতুকাল মুক্বাররাবুনা ওয়া আম্বিয়াউকাল মুরসালুন ওয়া ইবাদুকাস সালিহুন আন তুসাল্লিয়া আলা মুহাম্মাদিউ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আন তাফুক্কা রাক্বাবাতি মিনান নারি ওয়া তুদখিলনিল জান্নাতা বিরাহমাতিকা ওয়া আন তাতাফাদদালা আলাইয়া বি আফউয়িকা ওয়া কারামিকা ওয়া তাক্বাব্বালা তাক্বাররুবি ওয়া তাসতাজিবা দুআয়ি ওয়া তামুন্না আলাইয়া বিল আমনি ইয়াউমাল খাউফি মিন কুল্লি হাওলিন আদাদতাহু লি ইয়াউমিল কিয়ামাতি ইলাহী ওয়া আউযু বি ওয়াজহিকাল কারিম ওয়া বিজালালিকাল আযিম আই ইয়ানকাযিআ আইয়ামু শাহরি রামাযানা ওয়া লাইয়ালিহি ওয়া লাকা ক্বিবালি তাবিআতুন আউ যাম্বুন তুআখিযুনি বিহি আউ খাতিয়াতু তুরিদু আন তাক্বতাসসাহা মিন্নি লাম তাগ্বফিরহা লি সাইয়্যিদি সাইয়্যিদি সাইয়্যিদি আসআলুকা ইয়া লা ইলাহা ইল্লা আনতা ইয লা ইলাহা ইল্লা আনতা ইন তুকনতা রাযিতা আন্নি ফি হাযাশ শাহরি ফাযদাদ আন্নি রিযাউ ওয়া ইন লাম তাকুন রাযিতা আন্নি ফামিনাল আনা ফারযা আন্নি ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহু ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়া কুঁল্লাহু কুফুওয়ান আহাদ।

অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আপনি আপনার অবতীর্ণ কিতাবে বলেছেন যে, এই হলো রমজান মাস যার ভেতরে আপনি অবতীর্ণ করেছেন কোরআন যা মানব জাতীর জন্য পথনির্দেশ, হেদায়াতের প্রকাশ্য প্রমাণাদি এবং মানদন্ড স্বরূপ অতএব রমজান মাসের পবিত্রতাকে বড় করেছেন একে কোরআন অবতীর্ণ করার মাধ্যমে এবং ক্বদরের রাত দিয়ে একে বিশেষায়িত করার মাধ্যমে এবং এটিকে হাজার মাসের চেয়ে উত্তম করেছন, হে আল্লাহ! এগুলো হচ্ছে রমজান মাসের দিনগুলো যা শেষ হয়েছে এবং এর রাতগুলো যা চলে গেছে এবং হে আমার ইলাহ আমি সেদিকে ফিরেছি যা আপনি আমার চেয়ে বেশি জানেন এবং সব সৃষ্টির চেয়ে বেশি হিসাব রাখেন তাই আমি তার মাধ্যমে আপনার কাছে চাই যার মাধ্যমে আপনার নিকটবর্তি ফেরেশতাগণ চেয়েছিল এবং আপনার প্রেরিত নবীগণ এবং সৎ কর্মশীল বান্দাগণ যেন আপনি কল্যাণ বর্ষণ করেন মুহাম্মাদ ও তাঁর পরিবারের ওপর এবং যেন আমার ঘাড়কে আগুন থেকে মুক্ত করেন এবং আমাকে আপনার দয়ার মাধ্যমে জান্নাতে প্রবেশ করান এবং যেন আপনার দয়া ও বদান্যতা দিয়ে অনুগ্রহ করেন এবং যেন আমার নৈকট্যকে কবুল করেন ও আমার দোয়ায় সাড়া দেন এবং যেন ভয়ের দিনে সব ভয় থেকে নিরাপত্তা দিয়ে আমাকে দয়া করেন যা আপনি কেয়ামতের দিনের জন্য প্রস্তুত রেখেছেন। হে আমার খোদা আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার সম্মানিত চেহারার মাধ্যমে এবং বিরাট মহত্বের মাধ্যমে যেন রমজান মাসের দিনগুলো ও রাতগুলো শেষ হয়ে যায় অথচ আপনার কাছে আমার পক্ষ থেকে এক দায়ভার ও অপরাধ রয়েছে যে কারণে আপনি আমাকে ধরবেন অথবা তা ক্ষমা না করে আমার ওপর প্রতিশোধ নিবেন আমার মালিক আমার মালিক আমার মালিক আমি আপনার কাছে চাই হে আপনি ছাড়া কোন খোদা নেই যখন আপনি ব্যাতিত কোন খোদা নেই যদি আপনি এই মাসে আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমার সন্তুষ্টিকে বৃদ্ধি করে দিন আর যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকেন তাহলে এখন থেকে আমার প্রতি সন্তুষ্ট হোন হে মমতাময়দের মধ্যে শ্রেষ্ঠ মমতাময় হে আল্লাহ হে অদ্বিতীয় হে অমুখাপেক্ষি হে যিনি জন্ম দেন নি এবং জন্মমগ্রহণ করেন নি এবং যার সমকক্ষ কেউ নেই।

يَا مُلَيِّنَ الْحَدِيدِ لِدَاوُدَ عَلَيْهِ أَلسَّلاَمُ  يَا كَاشِفَ الضُّرِّ وَ الْكُرَبِ الْعِظَامِ عَنْ أَيُّوبَ عَلَيْهِ أَلسَّلاَمُ  أَيْ مُفَرِّجَ هَمِّ يَعْقُوبَ عَلَيْهِ أَلسَّلاَمُ  أَيْ مُنَفِّسَ غَمِّ يُوسُفَ عَلَيْهِ أَلسَّلاَمُ  صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ كَمَا أَنْتَ أَهْلُهُ أَنْ تُصَلِّيَ عَلَيْهِمْ أَجْمَعِينَ وَ افْعَلْ بِي مَا أَنْتَ أَهْلُهُ وَ لا تَفْعَلْ بِي مَا أَنَا أَهْلُهُ

উচ্চারণঃ ইয়া মুলাইয়ানাল হাদীদি লি দাউদা আলাইহিস সালামু ইয়া কাশিফায যুররি ওয়াল কুরাবিল ইযামি আন আইয়ুবা আলাইহিস সালামু আই মুফাররিজা হাম্মি ইয়াক্বুবা আলাইহিস সালামু আই মুনাফফিসা গ্বাম্মি ইউসুফা আলাইহিস সালামু সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলি মুহাম্মাদ কামা আনতা আহলুহু আন তুসাল্লিয়া আলাইহিম আজমাইনা ওয়াফআল বি মা আনতা আহলুহু ওয়া লা তাফআল বি মা আনা আহলুহু।

অর্থঃ হে যিনি দাউদের জন্য লোহাকে অনুগত করে দিয়েছেন তার ওপরে শান্তি বর্ষিত হোক হে যিনি আইয়ুবের কাছ থেকে দূর্দশা ও বিরাট দুঃখ কষ্টগুলোকে অপসারণ করে দিয়েছেন তার ওপরে শান্তি বর্ষিত হোক হে যিনি ইয়াকুবকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছেন তার ওপরে শান্তি বর্ষিত হোক হে যিনি ইউনুসের মর্মবেদনা মুছে দিয়েছেলেন তার ওপরে শান্তি বর্ষিত হোক কল্যাণ বর্ষিত হোক মুহাম্মাদ ও তাঁর পরিবারের ওপর যতটুকু করা আপনার জন্য মানায় যেন তাদের সবার ওপর কল্যাণ বর্ষণ করেন।


শেখ কাফআমি (রহ.) এই দোয়াটি ইমাম জয়নুল আবেদীন (আ.) হতে বর্ণনা করেছেন। তিনি এই দোয়াটি লাইলাতুল ক্বদরের রাতগুলোতে কিয়াম, রুকু ও সেজদারত অবস্থায় পাঠ করতেন।

اللَّهُمَّ إِنِّي أَمْسَيْتُ لَكَ عَبْداً دَاخِراً لا أَمْلِكُ لِنَفْسِي نَفْعاً وَ لا ضَرّاً وَ لا أَصْرِفُ عَنْهَا سُوءاً أَشْهَدُ بِذَلِكَ عَلَى نَفْسِي وَ أَعْتَرِفُ لَكَ بِضَعْفِ قُوَّتِي وَ قِلَّةِ حِيلَتِي فَصَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي وَ جَمِيعَ الْمُؤْمِنِينَ وَ الْمُؤْمِنَاتِ مِنَ الْمَغْفِرَةِ فِي هَذِهِ اللَّيْلَةِ وَ أَتْمِمْ عَلَيَّ مَا آتَيْتَنِي فَإِنِّي عَبْدُكَ الْمِسْكِينُ الْمُسْتَكِينُ الضَّعِيفُ الْفَقِيرُ الْمَهِينُ اللَّهُمَّ لا تَجْعَلْنِي نَاسِياً لِذِكْرِكَ فِيمَا أَوْلَيْتَنِي وَ لا لِإِحْسَانِكَ فِيمَا أَعْطَيْتَنِي وَ لا آيِساً مِنْ إِجَابَتِكَ وَ إِنْ أَبْطَأَتْ عَنِّي فِي سَرَّاءَ  أَوْ ضَرَّاءَ أَوْ شِدَّةٍ أَوْ رَخَاءٍ أَوْ عَافِيَةٍ أَوْ بَلاءٍ أَوْ بُؤْسٍ أَوْ نَعْمَاءَ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ.

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আমসাইতু লাকা আবদান দাখিরান লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা যাররাউ ওয়ালা আসরিফু আনহা সুআন আশহাদু বিযালিকা আলা নাফসি ওয়া আতারিফু লাকা বিযাঅফি কুউওয়াতি ওয়া কিল্লাতি হিলাতি ফাসাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আনজিযলি মা ওয়াদতানি ওয়া জামিআল মুমিনিনা ওয়াল মুমিনাতি মিনাল মাগফিরাতি ফি হাযিহিল লাইলাতি ওয়া আতমিম আলাইয়া মা আতাইতানি ফা ইন্নি আব্দুকাল মিসকিনুল মুসতাকিনুয যায়িফুল ফাক্বিরুল মাহিন আল্লাহুম্মা লা তাজআলনি নাসিয়াঁল লিযিকরিকা ফিমা আও লাইতানি ওয়ালা লি ইহসানিকা ফিমা আতাইতানী ওয়া লা ওয়ালা আয়িসাম মিন ইজাবাতিকা ওয়া ইন আবতাআত আন্নি ফি সাররাআ আউ যাররাআ আউ শিদ্দাতিন আউ রাখাইন আউ আফিয়াতিন আউ বালাইন আউ বুঅসিন আউ নাঅমাআ ইন্নাকা সামীউদ দুয়া।

অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার একজন হীন দাস রূপে সন্ধ্যায় উপনীত হয়েছি, আমি আমার আত্মার জন্য লাভ ও ক্ষতি নিয়ন্ত্রণ করি না এবং এর কাছ থেকে খারাপকে ‍দূর করে দিতে পারি না আমি আমার আত্মার ওপর এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি আর আমি আমার শক্তির দূর্বলতা এবং স্বল্প উপায়ের কথা আপনাকে জানাচ্ছি তাই কল্যাণ বর্ষণ করুন মুহাম্মাদ এবং তাঁর পরিবারের ওপর, এবং যা আমার কাছে আপনি অঙ্গীকার করেছেন তা পূরণ করুন এবং সব মুমিন পুরুষ ও নারীর জন্য এই রাতেই আপনার ক্ষমা এবং যা আপনি আমাকে দান করেছেন তা পূর্ণ করে দিন কারণ আমি আপনার নিঃস্ব ও বিনীত, দূর্বল, দরিদ্র ও নগণ্য একজন দাস। হে আল্লাহ! আপনার স্মরণকে যেন আমি ভুলে না যায় যে বিষয়ে আপনি আমাকে যোগ্য করেছন এবং আমাকে উদাসীন হতে দিবেন না আপনার উপকার স্মরণের বিষয়ে যা আপনিই আমাকে দান করেছেন এবং আমাকে আপনার সাড়া দেওয়ার বিষয়ে নিরাশ হতে দিবেন না যদি আপনি তা আমার জন্য স্থগিতও করে থাকেন সমৃদ্ধি অথবা ক্ষতির সময়ে, কঠিন বা সহজ সময়ে, সুস্থতায় বা দূর্যোগে, দূর্দশায় বা স্বাচ্ছন্দে নিশ্চয় আপনি দোয়াকে শোনেন।


১৯শে রমজান রাতের এ দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি নিন্মরূপঃ

اللَّهُمَّ اجْعَلْ فِيمَا تَقْضِي وَ تُقَدِّرُ مِنَ الْأَمْرِ الْمَحْتُومِ وَ فِيمَا تَفْرُقُ مِنَ الْأَمْرِ الْحَكِيمِ فِي لَيْلَةِ الْقَدْرِ وَ فِي الْقَضَاءِ الَّذِي لا يُرَدُّ وَ لا يُبَدَّلُ أَنْ تَكْتُبَنِي مِنْ حُجَّاجِ بَيْتِكَ الْحَرَامِ الْمَبْرُورِ حَجُّهُمْ الْمَشْكُورِ سَعْيُهُمْ الْمَغْفُورِ ذُنُوبُهُمْ الْمُكَفَّرِ عَنْهُمْ سَيِّئَاتُهُمْ وَ اجْعَلْ فِيمَا تَقْضِي وَ تُقَدِّرُ أَنْ تُطِيلَ عُمْرِي وَ تُوَسِّعَ عَلَيَّ فِي رِزْقِي وَ تَفْعَلَ بِي كَذَا وَ كَذَا.

উচ্চারণঃ আল্লাহুম্মাজ আল ফিমা তাক্বযি ওয়া তুক্বাদ্দিরু মিনাল আমরিল মাহতুমি ওয়া ফিমা তাফরুক্বু মিনাল আমরিল হাকিমি ফি লাইলাতিল ক্বাদরি ওয়া ফিল কাযায়িল্লাযি লা ইউরাদ্দু ওয়া লা তুবাদ্দালু আন তাকতুবানি মিন হুজ্জাজি বাইতিকাল হারামিল মাবরুরি হাজ্জুহুমুল মাশকুরি সাঅ ইউহুমুল মাগফুরি যুনুবুহুমুল মুকাফফারি আনহুম সাইয়িআতুহুম ওয়াজ আল ফিমা তাক্বযি ওয়া তুক্বাদ্দিরু আন তুতিলা উমরি ওয়া ওয়াসসিয়া আলাইয়া ফি রিযক্বি ওয়া তাফআলা বি কাযা কাযা।

(كَذَا وَكَذَا) এই স্থানে নিজের মনোবাসনা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে।

অর্থঃ হে আল্লাহ আপনি অবধারিত বিষয়ের যা কিছু নির্ধারণ ও ফয়সালা করেন এবং ক্বদরের রাতে প্রজ্ঞাপূর্ণ বিষয়ে যা কিছু আপনি আলাদা করেন এবং ভাগ্যর ঐ সকল বিষয় যেগুলো ফিরিয়ে নেওয়া হয় না এবং পরিবর্তিত হয় না যেন আপনি বাইতুল হারামে এবং হজ্বকারীদের মধ্যে আমার নামকে লিখে দেন যাদের হজ্ব আপনার কাছে গৃহিত হয়েছে যাদের সাঈ কৃতজ্ঞতা হিসেবে গৃহীত হয়েছে যাদের গুনাহগুলো ক্ষমা করা হয়েছে যাদের অপকর্মগুলোর প্রায়শ্চিত্ত হয়েছে এবং যখন আপনি সিদ্ধান্ত নেন ও মাত্রা নির্ধারণ করেন আপনি আমার জীবনকে দৃর্ঘায়িত করে দেন এবং আমার রিযিককে প্রশস্ত করে দেন।


২১শে রমজান রাতের এ দোয়াটি পাঠ করতে হবে। যে দোয়াগুলো হাদিসগ্রন্থ  আল‑কাফীতে  সনদ সহ এবং মোক্বনেআ ও মেসবাহ নামক গ্রন্থে মুরসাল হিসাবে বর্ণিত হয়েছে তন্মধ্যে ২১শে রমজানের দোয়া একটি। দোয়াটি নিন্মরূপঃ

يَا مُولِجَ اللَّيْلِ فِي النَّهَارِ وَ مُولِجَ النَّهَارِ فِي اللَّيْلِ وَ مُخْرِجَ الْحَيِّ مِنَ الْمَيِّتِ وَ مُخْرِجَ الْمَيِّتِ مِنَ الْحَيِّ وَ رَازِقَ مَنْ يَشاءُ بِغَيْرِ حِسابٍ يَا اللَّهُ يَا رَحْمَانُ يَا رَحِيمُ يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ لَكَ الْأَسْمَاءُ الْحُسْنَى وَ الْأَمْثَالُ الْعُلْيَا وَ الْكِبْرِيَاءُ وَ الْآلَاءُ أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ تَجْعَلَ اسْمِي فِي هَذِهِ اللَّيْلَةِ فِي السُّعَدَاءِ وَ رُوحِي مَعَ الشُّهَدَاءِ وَ إِحْسَانِي فِي عِلِّيِّينَ وَ إِسَاءَتِي مَغْفُورَةً وَ أَنْ تَهَبَ لِي يَقِيناً تُبَاشِرُ بِهِ قَلْبِي وَ إِيمَاناً يُذْهِبُ الشَّكَّ عَنِّي وَ تُرْضِيَنِي بِمَا قَسَمْتَ لِي وَ آتِنا فِي الدُّنْيا حَسَنَةً وَ فِي الْآخِرَةِ حَسَنَةً وَ قِنا عَذابَ النَّارِ الْحَرِيقِ وَ ارْزُقْنِي فِيهَا ذِكْرَكَ وَ شُكْرَكَ وَ الرَّغْبَةَ إِلَيْكَ وَ الْإِنَابَةَ وَ التَّوْبَةَ وَ التَّوْفِيقَ لِمَا وَفَّقْتَ لَهُ مُحَمَّداً وَ آلَ مُحَمَّدٍ عَلَيْهِ وَ عَلَيْهِمُ السَّلَام‏

উচ্চারণঃ ইয়া মুলিজাল লাইলি ফিন নাহারি ওয়া মুলিজা নাহারি ফিল লাইলি ওয়া মুখরিজাল হাই মিনাল মাইতি মিঁল হাই ইয়া রাযিক্বা মাইয়াশাউ বি গ্বাইরি হিসাবি, ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া আল্লাহু ইয়া রাহিমু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু লাকা ইল্লাসমাউল হুসনা ওয়া ইল্লামসালুল উলইয়া ওয়াল কিবরিয়াউ ওয়া ইল্লা লাউ আসআলুকা আন তুসাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আন তাজআলাসমি ফি হাযিহিল লাইলাতি ফিস সুআদদায়ি ওয়া রুহি মাআশ শুহাদায়ি ওয়া ইহসানি ফি ইল্লিয়িনা ওয়া ইসসাআতি মাগ্বফুরাতাউ ওয়া আন তাহাবা লি ইয়াক্বিনান তুবাশিরু বিহি ক্বালবি ইমানাই ইয়াযহিবুশ শাক্কা আন্নি ওয়া তুরযিয়ানি বিমা কাসামতা লি ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানাতাউ ওয়া ফিল আখিরাতি হাসানাতাউ ওয়া ক্বিনা আযাবান নারিল হারিক্ব ওয়ার যুক্বনি ফিহা যিকরাকা ওয়া শুকরাকা ওয়ার রাগ্ববাতা ইলাইকা ওয়াল ইনাবাতা ওয়াত তাওবাতা ওয়াত তাউফিক্বা লিমা ওয়াফফাক্বতা লাহু মুহাম্মাদাউ ওয়া আলা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলাইহিমুস সালাম।

অর্থঃ হে তিনি যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, হে তিনি যিনি দিনকে রাতের ভেতরে প্রবেশ করান, যিনি  জীবিতদেরকে বের করে আনেন মৃতদের মাঝ থেকে, হে যিনি মৃতদেরকে বের করে আনেন জীবিতদের মাঝ থেকে হে রিযিক দানকারী যাকে ইচ্ছা হিসাব ছাড়া রিজিক দান করেন হে আল্লাহ হে সর্বদয়ালু হে আল্লাহ হে সর্বমমতাময় হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আপনারই হলো সুন্দর নামগুলো এবং উচ্চতম দৃষ্টান্তগুলো  এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব ও দানসমূহ। আপনার কাছে চাই যেন আপনি কল্যাণ বর্ষণ করেন মুহাম্মাদ ও তার পরিবারের ওপর এবং আমার নামকে এই রাতে আনন্দিতদের মাঝে অন্তর্ভূক্ত করেন এবং আমার ভাল কাজগুলোকে ইল্লিয়্যিনে অধিষ্ঠিত রাখেন এবং আমার অপকর্মগুলোকে ক্ষমা করেন এবং আমাকে নিশ্চিত বিশ্বাস দান করেন যা আমার অন্তরকে সুসংবাদ দিবে এবং এমন এক ঈমান দিন যা আমার কাছ থেকে সন্দেহকে দূর করে দিবে এবং আমাকে তাতে সন্তুষ্ট করুন যা আপনি আমার জন্য নির্ধারণ করেন এবং আমাদেরকে কল্যাণ দান করুন এই পৃথিবীতে এবং কল্যাণ দান করুন আখেরাতে এবং আমাদেরকে রক্ষা করুন তীব্র আগুনের শাস্তি থেকে এবং এই বিষয়ে আমাকে দান করুন আপনার স্মরণ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকেই চাওয়া এবং অনুতপ্ত হয়ে ফেরা এবং ঐ সফলতা  যে বিষয়ে আপনি সফলতা দিয়েছেন মুহাম্মাদ ও তাঁর পরিবারকে তার ওপর ও তাদের ওপর শান্তি বর্ষিত হোক।


২৩শে রমজান রাতে এই দোয়াটি পাঠ করাঃ

يَا رَبَّ لَيْلَةِ الْقَدْرِ وَ جَاعِلَهَا خَيْراً مِنْ أَلْفِ شَهْرٍ وَ رَبَّ اللَّيْلِ وَ النَّهَارِ وَ الْجِبَالِ وَ الْبِحَارِ وَ الظُّلَمِ وَ الْأَنْوَارِ وَ الْأَرْضِ وَ السَّمَاءِ يَا بَارِئُ يَا مُصَوِّرُ يَا حَنَّانُ يَا مَنَّانُ يَا اللَّهُ يَا رَحْمَنُ يَا اللَّهُ يَا قَيُّومُ يَا اللَّهُ يَا بَدِيعُ يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ لَكَ الْأَسْمَاءُ الْحُسْنَى وَ الْأَمْثَالُ الْعُلْيَا وَ الْكِبْرِيَاءُ وَ الْآلَاءُ أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ تَجْعَلَ اسْمِي فِي هَذِهِ اللَّيْلَةِ فِي السُّعَدَاءِ وَ رُوحِي مَعَ الشُّهَدَاءِ وَ إِحْسَانِي فِي عِلِّيِّينَ وَ إِسَاءَتِي مَغْفُورَةً وَ أَنْ تَهَبَ لِي يَقِيناً تُبَاشِرُ بِهِ قَلْبِي وَ إِيمَاناً يُذْهِبُ الشَّكَّ عَنِّي وَ تُرْضِيَنِي بِمَا قَسَمْتَ لِي وَ آتِنا فِي الدُّنْيا حَسَنَةً وَ فِي الْآخِرَةِ حَسَنَةً وَ قِنا عَذابَ النَّارِ الْحَرِيقِ وَ ارْزُقْنِي فِيهَا ذِكْرَكَ وَ شُكْرَكَ وَ الرَّغْبَةَ إِلَيْكَ وَ الْإِنَابَةَ وَ التَّوْبَةَ وَ التَّوْفِيقَ لِمَا وَفَّقْتَ لَهُ مُحَمَّداً وَ آلَ مُحَمَّدٍ صَلَوَاتُكَ عَلَيْهِ وَ عَلَيْهِمْ.

উচ্চারণ: ইয়া রাব্বা লাইলাতিল ক্বাদরি ওয়া জায়েলাহা খায়রাম মিন আলফি শাহরিউ ওয়া রাব্বাল লাইলা ওয়ান নাহার ওয়াল জিবালা ওয়াল বিহারি ওয়ায যুলামি ওয়াল আনওয়ারি ওয়াল আরযি ওয়াস সামায়ি ইয়া বারিউ ইয়া মুসাও ওয়িরু ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া আল্লাহু ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ ইয়া বাদিউ ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু লাকাল আসমাউল হুসনা ওয়াল আমসালুল উলইয়া ওয়াল কিবরিয়াউ ওয়াল আলাউ আসআলুকা আন তুসাল্লিয়া আলা মুহাম্মাদিউ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আন তাজআলাসমি ফি হাযিহিল লাইলাতি ফিসসুআদায়ি ওয়া রুহী মাআস শুহাদায়ি ওয়া এহসানী ফি ইল্লিয়িনা ওয়া ইসাআতি মাগফুরাতাউ ওয়া আন তাহাবা লি ইয়াক্বিনান তুবাশিরু বিহি ক্বালবি ওয়া ইমানাই ইউযহিবুশ শাক্কা আন্নি ওয়া তারযিয়ানী ওয়ামা ক্বাসামতা লি ওয়া আতিনা ফিদদুনিয়া হাসানাতাউ ওয়া ফিল আখিরাতি হাসানাতাউ ওয়াক্বিনা আযাবান নারিল হারিক্ব ওয়ার যুক্বনি ফিহা যিকরাকা ওয়া শুকরাকা ওয়ার রাগ্ববাতা ইলাইকা ওয়াল ইনাবাতা ওয়াত তাওবাতা ওয়াত তাওফিক্বা লিমা ওয়াফফাক্বতা লাহু মুহাম্মাদাউ ওয়া আলা মুহাম্মাদ সালাওয়াতুকা আলাইহি ওয়া আলাইহিম।

অর্থ: হে ক্বদরের রাতের প্রভু এবং যিনি একে করেছেন হাজার মাসের চেয়ে উত্তম এবং রাত ও দিনের প্রভু এবং পাহাড়গুলো ও সমুদ্রগুলোর (প্রভু) এবং অন্ধকার এবং আলোসমূহের (প্রভু) এবং পৃথিবী ও আকাশের (প্রভু) হে সৃষ্টিকর্তা হে রূপদানকারী হে সহানুভূতিপূর্ণ হে আনুকুল্যকারী! হে আল্লাহ হে সর্বদয়ালু হে আল্লাহ হে চীর বিরাজমান হে আল্লাহ হে উদ্ভাবক হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ  আপনারই হলো সুন্দর নামগুলো এবং উচ্চতম দৃষ্টান্তগুলো এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব ও দানসমূহ আমি বিনিতভাবে চাই যেন আপনি কল্যাণ বর্ষণ করেন মুহাম্মাদ ও তাঁর পরিবারের ওপর, এবং যেন এই রাতে আমার নামকে অন্তর্ভূক্ত করেন আনন্দিতদের মাঝে এবং আমার রূহকে শহীদদের সাথে এবং আমার ভাল কাজগুলোকে ইল্লিয়্যিনের স্থানে রাখেন এবং আমার অপকর্মগুলোকে করেন ক্ষমাপ্রাপ্ত এবং যেন আমাকে দান করেন নিশ্চিত বিশ্বাস যা আমার অন্তরকে সুসংবাদ দিবে এবং এক ঈমান যা আমার কাছ থেকে সন্দেহ দূর করে দিবে এবং আমাকে সন্তুষ্ট করবে যা আপনি আমার জন্য নির্ধারণ করবেন এবং দান করুন এই পৃথিবীতে কল্যাণ এবং আখেরাতেও কল্যাণ এবং আমাদেরকে তীব্র আগুনের শাস্তি থেকে রক্ষা করুন এবং আমাকে এই বিষয়ে দান করুন আপনার স্মরণ ও আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকেই চাওয়া এবং অনুতপ্ত হয়ে ফেরা এবং ঐ সফলতা যে বিষয়ে আপনি সফলতা দিয়েছেন মুহাম্মাদ ও তাঁর পরিবারকে তাঁর ওপর এবং তাঁদের ওপর শান্তি বর্ষিত হোক।


সিপাহসালার ইনস্টিটিউশন | এপ্রিল ২০২১এস এইচ হক

About the author

Syed Hossain ul Haque

সৈয়দ হোসাইন উল হক তরফ ও শ্রীহট্ট বিজয়ী মহান মনিষী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ)এর অধস্থন পুরুষ ‘নবী বংশ পরিচিতি ও মহান কোরবানি’ গ্রন্থের লেখক, হবিগঞ্জের ঐতিহ্যবাহী সুরাবই সাহেব বাড়ীর সিংহপুরুষ সৈয়দ মোঃ ইসহাক আল হুসাইনী (রহঃ)সাহেবের মেঝ ছেলের ঘরের বড় নাতি।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্য গমন অতঃপর ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড থেকে বিজনেস ম্যানেজমেন্টে অনার্স এবং কুইন মেরী ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড পলিটিক্সের উপর এম এস সি। তারপর ২০১৮ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ এন্ড হিস্টোরি’তে এম-ফিল। শিক্ষানবিশ কালে সেই সকল বিশ্ববিদ্যালয় সমুহের বিভিন্ন ছাত্র সংঘটনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।বর্তমানে লন্ডনে স্থায়ী ভাবে বসবাস করছেন পাশাপাশি লন্ডনের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বরত।তাছাড়াও যুক্তরাজ্যে একটি ইসলামিক ইউনিভার্সিটিতে ভিজিটর লেকচারার ও গবেষনা কেন্দ্রে অবিরাম বিভিন্ন বিষয়ে গবেষনা চালিয়ে যাচ্ছেন।আল-কোরআন ও হাদীসের আলোকে “যবহে আজিম এবং জিকিরে শাহাদাত”শীর্ষক গ্রন্থখানা তার দীর্ঘ গবেষনা ও অক্লান্ত পরিশ্রমের ফসল।

মন্তব্য

  • Great arti­cle! The depth of analy­sis is impres­sive. For those want­i­ng more infor­ma­tion, vis­it: LEARN MORE. Look­ing for­ward to the com­mu­ni­ty’s thoughts!

  • As crip­to­moedas são moedas vir­tu­ais uti­lizadas para realizar paga­men­tos em transações com­er­ci­ais. Sendo assim, pos­suem a mes­ma função que moedas já con­heci­das por nós, como o real e o dólar: com­prar mer­cado­rias e serviços. O preço do Bit­coin subiu ligeira­mente des­de a con­clusão do halv­ing na últi­ma sex­ta-feira (19). Naque­la data, o BTC esta­va cota­do na casa dos US$ 65.000. Hoje, a maior crip­to­moe­da do mer­ca­do está sendo nego­ci­a­da aci­ma de US$ 66.000, de acor­do com dados do CoinGecko. Ao transa­cionar em uma loja par­ceira, o usuário poderá uti­lizar este cartão – já exis­tente e cadastra­do – para val­i­dar a transação dire­to na máquina POS. No últi­mo sába­do, a rec­om­pen­sa por blo­co paga aos min­er­adores foi reduzi­da pela metade, pas­san­do de 6,25 BTC para 3,125 BTC. De acor­do com a Bitfinex, essa diminuição na rec­om­pen­sa pode resul­tar em uma que­da das novas moedas adi­cionadas diari­a­mente ao suprimento.
    https://www.anobii.com/en/01b5a2008249d0ddc3/profile/activity
    O bit­coin, a mais famosa das crip­to­moedas, “não con­sti­tui (…) uma reser­va de val­or, mas é tam­bém um ati­vo espec­u­la­ti­vo, que se assemel­ha um pouco aos bul­bos de tuli­pas da Holan­da no sécu­lo XVII”, declar­ou por sua vez o gov­er­nador do Ban­co da França, François Villeroy de Gal­hau, na aber­tu­ra do fórum. Lagarde afir­mou ain­da que “nen­hum país pode lidar com este desafio soz­in­ho” e o encon­tro pode ser “um fórum para aju­dar a desen­volver respostas no espaço de crip­toa­t­ivos em evolução”. A tec­nolo­gia que pos­si­bili­ta as transações globais instan­tâneas pode­ria ser usa­da, segun­do ela, “para cri­ar reg­istros de infor­mação padrão e ver­i­fi­ca­da do con­sum­i­dor jun­to de assi­nat­uras dig­i­tais”. Haven­do coop­er­ação inter­na­cional, ela ain­da sug­ere o emprego de dados bio­métri­cos, inteligên­cia arti­fi­cial e crip­tografia para “mel­ho­rar a segu­rança digital”.

  • Browse black site and meet new black free today. Join now and see sin­gles you are site out on. We have thou­sands of local black south just wait­ing to meet you. Black Friends Date does not con­duct black dat­ing back­ground sites on mem­ber or users of this free black sin­gles dat­ing site. Please enable javascript on your brows­er. Sin­gles enable Site on your brows­er. For­got Pass­word? At ehar­mo­ny, we under­stand that dis­cov­er­ing com­pat­i­ble black sin­gles can feel over­whelm­ing. That’s why we invest the time to tru­ly under­stand your pref­er­ences and what you seek in a part­ner. What­ev­er your pref­er­ences, we focus on match­ing you with peo­ple who share your core val­ues – the foun­da­tion­al ele­ments cru­cial for build­ing strong and mean­ing­ful con­nec­tions. With more sin­gle peo­ple across the globe look­ing for a quick way to find last­ing rela­tion­ships in light of unre­lent­ing pro­fes­sion­al lives, it is under­stand­able that this trend is becom­ing more pop­u­lar. At the same time, there is a sense of unease asso­ci­at­ed with online dat­ing because users may be wor­ried about not find­ing the right match­es with­out real-life inter­ac­tions. It is because of this sense of unease that many dat­ing appli­ca­tions and web­sites offer their ser­vices to users for free, show­ing them all that is pos­si­ble with a dat­ing pro­file on a rep­utable and pop­u­lar web­site. On our part, we have com­piled below a list of these free dat­ing web­sites avail­able for Americans.
    https://stephenhiij196418.blogoscience.com/33672132/good-pick-up-lines-for-tinder-bio
    Bring up the lat­est news, share inter­est­ing arti­cles, excit­ing web­sites, cool pho­tos and awe­some videos. All over the unit­ed states and find their prospec­tive long-term part­ner. Ehar­mo­ny is avail­able for seri­ous. Dat­ing app is one des­ti­na­tion for over 120 mil­lion sin­gles in 2022 bum­ble. We ver­i­fy new mem­bers, search­es,. Read zoosk is a spe­cial­ty site worth being one when it has been in my area! Lead­ing inter­na­tion­al sin­gles find your dream sin­gles world­wide. Read zoosk fea­tures are look­ing for free inter­na­tion­al dat­ing sites, plen­ty of their prospec­tive long-term part­ner. Best inter­na­tion­al dat­ing has become increas­ing­ly pop­u­lar for­eign dat­ing sites online. Since 2005 and seri­ous. If you want a free dat­ing site, choose Tin­der, Bum­ble, OkCu­pid, or POF. If you want a site specif­i­cal­ly for those over 50, you can join Sil­verS­in­gles or Our­Time for free. How­ev­er, it will cost you to send mes­sages. If you’re look­ing for a more inter­est­ing option, try eHar­mo­ny, EliteSin­gles, or It’s Just Lunch. They aren’t free but should be con­sid­ered nonetheless!

  • Min deposit require­ment. Free Bets are paid as Bet Cred­its and are avail­able for use upon set­tle­ment of bets to val­ue of qual­i­fy­ing deposit. Min odds, bet and pay­ment method exclu­sions apply. Returns exclude Bet Cred­its stake. Time lim­its and T&Cs apply. 18+. Access to 1.50 – 2.00 odds for 1 Month Venas­bet is the best site for free foot­ball pre­dic­tion site in the world. While some oth­ers seem to make ran­dom selec­tions with a spin­ner wheel, we work hard to main­tain our rep­u­ta­tion by way of ded­i­cat­ed research. After all, the site has been built by soc­cer fans. To be the num­ber 1 site that pre­dicts foot­ball match­es cor­rect­ly is no triv­ial task and it takes our team a lot of effort to analyse & bring you the best foot­ball tips and anl­y­sis. n con­clu­sion, Supatips emerges as the epit­o­me of reli­a­bil­i­ty and accu­ra­cy in foot­ball pre­dic­tions. Its com­mit­ment to pre­ci­sion, com­pre­hen­sive cov­er­age, user-cen­tric design, and trans­par­ent prac­tices col­lec­tive­ly posi­tion it as the pre­mier choice for bet­tors seek­ing trust­wor­thy pre­dic­tions & sure foot­ball pre­dic­tion site.
    https://wiki-stock.win/index.php?title=Suns_money_line
    Con­tact us at letters@time As the Sin­ga­pore mar­ket nav­i­gates a peri­od of cau­tious opti­mism amidst glob­al eco­nom­ic shifts, div­i­dend stocks con­tin­ue to attract atten­tion for their poten­tial to pro­vide steady income. In light of recent mar­ket dynam­ics, includ­ing sig­nif­i­cant moves by major play­ers like Ten­cent, it’s cru­cial to iden­ti­fy stocks that offer reli­able div­i­dends and resilience in a fluc­tu­at­ing envi­ron­ment. The bill also aims to reg­u­larise high­er casi­no entry levies col­lect­ed from 4 April to 7 May, 2024. In 2019, the Sin­ga­pore court dis­missed a law­suit filed against Wong, cit­ing leg­is­la­tion pro­hibit­ing the gov­ern­ment from assist­ing for­eign com­pa­nies seek­ing to recov­er debts relat­ed to over­seas gam­bling. Over­all, the prob­a­ble prob­lem and patho­log­i­cal gam­bling rates among Sin­ga­pore res­i­dents have been low and sta­ble at about 1 per cent, said MHA.

  • Clas­sic rum­my games are very pop­u­lar among kids as well as adults, once again sup­port­ing upto 12 play­ers, don’t leave any­one behind! I sim­u­lat­ed a tour­na­ment that had 60% of the field remain­ing, which is about right for non-boun­ty tour­na­ments on GGPok­er and Pok­er­Stars in my expe­ri­ence. Then I sim­ply com­pared two hands, one in ChipEV and the oth­er based on the above sce­nario.  In addi­tion to the diver­si­ty of games, at Toro­fun we offer you the pos­si­bil­i­ty to play pok­er games online for free. You don’t have to wor­ry about spend­ing mon­ey to enjoy excit­ing pok­er games. Put into prac­tice new strate­gies, tricks and com­bos. Fun is at your fin­ger­tips! Play board games with friends — get start­ed in sec­onds — no sign-in required Most online pok­er sites have also dis­cov­ered the appeal to com­pete with friends in pri­vate games. In a tech­nol­o­gy-dri­ven world, online pok­er lets peo­ple from dif­fer­ent cities, states, and coun­tries orga­nize their own games. Whether in seri­ous friends-only games requir­ing an invi­ta­tion code or games set up more for chat­ting and hav­ing fun, pok­er sites try hard­er than ever to cater to play­er needs.
    https://jszst.com.cn/home.php?mod=space&uid=4123350
    Irre­spec­tive of their age, slots are the most pop­u­lar casi­no games through­out Cana­da. Today, we are thrilled to rec­om­mend some of the top 10 free slots to play in Cana­da. These are games that you can eas­i­ly play at mrbetcasino.ca . They include 6 Tokens of Gold, Wakcky Pan­da, Joy­ful Jok­er Meg­aways, Juicy Jok­er Mega Moolah, World Cup Mania, Shoot, Dog­fa­ther, Cleopa­tra, Buf­fa­lo Blitz, and Blood Suck­ers. You can enjoy your favourite free online slot any­time and any­where, thanks to advance­ments in mobile gam­ing tech­nol­o­gy. With the use of HTML5 for casi­no game design, most online slots can now be played on mobile devices. This applies to both free and paid ver­sions of online slot games. Expand your gam­ing hori­zons! Don’t for­get to try out all our oth­er free slots.

  • Por­centa­je de retorno del 95,88% en 2023 Durante los últi­mos años, SOFTSWISS ha ayu­da­do a impul­sar cien­tos de mar­cas de iGam­ing. Los clientes de SOFTSWISS reciben un gran soft­ware y un ser­vi­cio excep­cional por parte de nue­stros difer­entes depar­ta­men­tos y equipos de ser­vi­cio. Fíjese lo que dicen de nosotros. Los nuevos casi­nos online han lle­ga­do pisan­do fuerte para poder hac­erse un hue­co entre los casi­nos ya estable­ci­dos. Para lograr­lo, los nuevos casi­nos se pre­sen­tan con car­ac­terís­ti­cas nove­dosas y ser­vi­cios muy com­ple­tos, en los que no suele fal­tar un dis­eño web fácil de nave­g­ar y con múlti­ples opciones de juego, una aten­ción al cliente top y un gran catál­o­go de jue­gos. No debes pre­ocu­parte por la seguri­dad de tus datos y de tus fon­dos, puesto que los nuevos casi­nos que men­cionamos en esta pági­na cumplen con todos los req­ui­si­tos estable­ci­dos por la DGOJ y tu juego será tan seguro como en los casi­nos que lle­van muchos años operan­do en España.
    https://wiki.prochipovan.ru/index.php/Juegos_de_casino_gratis_nuevos
    Para que estés seguro de que casi­nos online nuevos son con­fi­ables, Play­casi­no pone a tu dis­posi­ción reseñas de casi­nos habil­i­ta­dos para España y lati­noaméri­ca que te facil­i­tarán mucho el tra­ba­jo. Cuan­do un casi­no es capaz de pro­por­cionar pagos rápi­dos, tan­to de ingre­so como de reti­ra­da, la con­fi­an­za aumen­ta notable­mente. En el sec­tor de apues­tas español, los usuar­ios sue­len ten­er un pro­fun­do interés en los méto­dos de pago dig­i­tales, por los que la pres­en­cia de bil­leteras vir­tuales y platafor­mas de pago son esen­ciales para poder cap­tar la aten­ción de los nuevos usuar­ios. Ser­vi­cios como Pay­Pal, Bizum, Skrill o Apple Pay se han ido incor­po­ran­do cada vez más en los nuevos casi­nos, sien­do her­ramien­tas claves para opti­mizar la acción de recar­gar el sal­do de nues­tra cuen­ta y poder con­tar con fon­dos de casi­no que per­mi­tan mul­ti­plicar la inver­sión a través de jugadas transparentes.

মতামত দিন