প্রবন্ধ

তাওয়াক্কুল প্রসঙ্গ‑সৈয়দ আবে তাহের

তাওয়াক্কুল প্রসঙ্গ‑সৈয়দ আবে তাহের(সূফী ধর্ম ও দর্শন বিষয়ক একটি সংকলন ১৪২৪ মার্চ ২০১৮ রজব ১৪৩৯)।

তাওয়াক্কুল আরবি শব্দ। এর অর্থ হলাে, আল্লাহর ওপর নির্ভরতা, আল্লাহর কাছে নিজেকে সােপর্দ করা এবং তাঁরই ওপর ভরসা করা। ইমানদার মানুষের একটি বড় গুণ হচ্ছে, আল্লাহর ওপর তাওয়াক্কুল করা। সব কাজের ক্ষেত্রেই আল্লাহর ওপর নির্ভরতা অর্থাৎ চূড়ান্ত ফয়সালার ক্ষমতা যে আল্লাহর হাতে, তা মনেপ্রাণে স্বীকার করাই হচ্ছে আল্লাহর ওপর তাওয়াক্কুল। আরেকটু ব্যাখ্যা করে বলা যায় যে, একজন ইমানদার ব্যক্তি ভালাে ও কল্যাণকর বিষয় অর্জনের জন্য নিজের সাধ্যমতাে চেষ্টা করবে এবং ফলাফলের জন্য আল্লাহতাআলার ওপর ভরসা করবে এবং তারই প্রতি দৃঢ় আস্থা রাখবে। আর এর মধ্যেই রয়েছে ইহকালীন ও পরকালীন কল্যাণ।

আল্লাহর ওপর ভরসার নানা পর্যায় রয়েছে। অনেকেই কেবল মুখে আল্লাহর ওপর নির্ভর করার কথা বলেন। আবার কেউ কেউ সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রেই কেবল আল্লাহর ওপর ভরসা করেন। আল্লাহর ওপর নির্লতার ক্ষেত্রে কারও কারও মনে দ্বিধা, সন্দেহ ও উদ্বেগ কাজ করে। এগুলাে সর্বোচ্চ পর্যায়ের তাওয়াক্কুল নয়। আল্লাহর ওপর সর্বোচ্চ পর্যায়ের তাওয়াক্কুলকে মায়ের প্রতি শিশুর নির্ভরশীলতার সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন- একটি শিশু শুধু তার মাকেই একান্ত আপন বলে জানে, মায়ের ওপরই সে ভরসা করে, তার যত আবদার মায়ের কাছেই। সে কখনােই মা থেকে আলাদা হয় না। মায়ের অনুপস্থিতিতে কোনাে বিপদ ঘটলে শিশুর মনে প্রথমেই যে বিষয়টি আসে এবং যে শব্দটি মুখে উচ্চারিত হয় তাহলাে- মা। কারণ শিশু তার মাকেই একমাত্র আশ্রয়স্থল বলে জানে। তাওয়াকুলের সর্বোচ্চ পর্যায় হচ্ছে মানুষের জীবনের সব কিছুর খেলা বিধানকারী হিসেবে আল্লাহকে স্বীকার করে নেওয়া। এভাবেই আল্লাহর ওপর তাওয়াক্কুলের মাধ্যমে মানুষের মাঝে কাজের শক্তি ও স্পৃহা সৃষ্টি হয় এবং চিন্তাগত প্রতিবন্ধকতা দূর হয়। পার্থিব ভয়-ভীতির অবসান ঘটে। কারণ ইমানদার ব্যক্তির শতভাগ বিশ্বাস হলাে- আল্লাহই হচ্ছে শক্তির একমাত্র উৎস। নবী-রাসুলরা ছিলেন আল্লাহর ওপর নির্ভরতার ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। হযরত ইবরাহিম (আ.)কে আগুনে নিক্ষেপের ঘটনা এ ক্ষেত্রে উল্লেখযােগ্য। মূর্তি ভাঙার পর হযরত ইবরাহিম (আ.)কে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয় জালিম রাজা নমরুদ।

এ পরিস্থিতিতে হযরত ইবরাহিম (আ.) আল্লাহর ওপর তাওয়াক্কুল করেন এবং একমাত্র আল্লাহকেই স্মরণ করতে থাকেন। আর সেই আগুন ইবরাহিম (আ.)-এর জন্য ফুলের বাগানে পরিণত হয়। আল্লাহর ওপর নির্ভর করাটা মানুষের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বারবারই তাঁর অনুসারীদের আল্লাহর ওপর তাওয়াক্কুল করার কথা বলেছেন। সবাইকে তিনি এ জন্য উৎসাহিত করেছেন। ইমাম জাফর সাদেক (আ.) এ সম্পর্কে বলেছেন, যেখানে তাওয়াক্কুল থাকে সেখানে সম্মান‑মর্যাদা প্রতিষ্ঠা পায়। অন্যভাবে বলা যায়, যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল। করে সে সম্মান ও প্রাচুর্যের অধিকারী হয়। তবে তাওয়াক্কুল বস্তুবাদীদের জন্য একটি অভাবনীয় বিষয়। কাজ‑কর্ম সম্পন্ন করার পর ফলাফল প্রাপ্তির জন্য আল্লাহর ওপর যে নির্ভর করতে হবে, এটা বস্তুবাদীদের কাছে বােধগম্য নয়। চর্মচক্ষু দিয়ে যে আল্লাহকে দেখা যায় না, তাঁকেই যে সব ক্ষমতার উৎস হিসেবে মেনে নিতে হবে- এমন বক্তব্য বস্তুবাদীদের কাছে গ্রহণযােগ্য নয়। কিন্তু বাস্তবতা হলােঅদৃশ্যের ওপর বিশ্বাসই ইমানদারদের জীবনের চালিকাশক্তি। আর এ কারণেই তাওয়াক্কুলের ফজিলতও সীমাহীন। পবিত্র কুরআনে বলা হয়েছে, “যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুলের নীতি অবলম্বনকারী ব্যক্তি কখনাে হতাশ হয় না। আশাভঙ্গ হলে মুষড়ে পড়ে না। বিপদ‑মুসিবত, যুদ্ধ‑সংকটে ঘাবড়ে যায় না।তাওয়াক্কুলের নীতি অবলম্বনকারী ব্যক্তি কখনাে হতাশ হয় আশাভঙ্গ হলে মুষড়ে পড়ে না। বিপদ‑মুসিবত, যুদ্ধ‑সংকটে ঘাবড়ে যায় না। যে কোনাে দুর্বিপাক, দুর্যোগ, সংকট ও বিপদ‑মুসিবতে আল্লাহর ওপর দৃঢ় আস্থা রাখে। জুলুম, অত্যাচার, নির্যাতন নিপীড়নের যে ঝড়ই আসুক না কেন, ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এ ধরনের মানুষ সব সময়ই ভবিষ্যতের বিষয়ে আশাবাদী। রাসুলুল্লাহ (সা.)-এর পুরাে জীবনকাল এবং তাঁর আহলে বায়েতের সবার জীবন ছিল আল্লাহর প্রতি নির্ভরতার উজ্জ্বল দৃষ্টান্ত। খােদাদ্রোহীদের অত্যাচার‑নির্যাতনে, ক্ষুধা-দারিদ্র মােকাবেলায় এবং অনুসারীদের অভিযােগ‑অনুযােগে, সর্বাবস্থায় তাঁরা তাওয়াক্কুলকে একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করতেন।

পবিত্র কুরআনের সুরা ত্বালাকের ৩ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ তার কাজ সম্পন্ন করে দেবেন, তিনি সব কিছুর একটি পরিমাণ স্থির করে রেখেছেন। আসলে তাওয়াক্কুল হলাে মহান আল্লাহর দায়িত্বাধীন হওয়ার সর্বোত্তম উপায়। কোনাে মানুষেরই আসলে তার নিজের কোনাে শক্তি ও ক্ষমতা নেই। আমাদের উচিত বাস্তবতা উপলব্ধি করে আল্লাহর ওপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করা- এ ছাড়া মুক্তি সম্ভব নয়।

 

তাওয়াক্কুল প্রসঙ্গ‑সৈয়দ আবে তাহের

তাওয়াক্কুল প্রসঙ্গ‑সৈয়দ আবে তাহের সূফী ধর্ম ও দর্শন বিষয়ক একটি সংকলন ১৪২৪ মার্চ ২০১৮ রজব ১৪৩৯। 

তাওয়াক্কুল আরবি শব্দ। এর অর্থ হলাে, আল্লাহর ওপর নির্ভরতা, আল্লাহর কাছে নিজেকে সােপর্দ করা এবং তাঁরই ওপর ভরসা করা। ইমানদার মানুষের একটি বড় গুণ হচ্ছে, আল্লাহর ওপর তাওয়াক্কুল করা। সব কাজের ক্ষেত্রেই আল্লাহর ওপর নির্ভরতা অর্থাৎ চূড়ান্ত ফয়সালার ক্ষমতা যে আল্লাহর হাতে, তা মনেপ্রাণে স্বীকার করাই হচ্ছে আল্লাহর ওপর তাওয়াক্কুল। আরেকটু ব্যাখ্যা করে বলা যায় যে, একজন ইমানদার ব্যক্তি ভালাে ও কল্যাণকর বিষয় অর্জনের জন্য নিজের সাধ্যমতাে চেষ্টা করবে এবং ফলাফলের জন্য আল্লাহতাআলার ওপর ভরসা করবে এবং তারই প্রতি দৃঢ় আস্থা রাখবে। আর এর মধ্যেই রয়েছে ইহকালীন ও পরকালীন কল্যাণ।

আল্লাহর ওপর ভরসার নানা পর্যায় রয়েছে। অনেকেই কেবল মুখে আল্লাহর ওপর নির্ভর করার কথা বলেন। আবার কেউ কেউ সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রেই কেবল আল্লাহর ওপর ভরসা করেন। আল্লাহর ওপর নির্লতার ক্ষেত্রে কারও কারও মনে দ্বিধা, সন্দেহ ও উদ্বেগ কাজ করে। এগুলাে সর্বোচ্চ পর্যায়ের তাওয়াক্কুল নয়। আল্লাহর ওপর সর্বোচ্চ পর্যায়ের তাওয়াক্কুলকে মায়ের প্রতি শিশুর নির্ভরশীলতার সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন- একটি শিশু শুধু তার মাকেই একান্ত আপন বলে জানে, মায়ের ওপরই সে ভরসা করে, তার যত আবদার মায়ের কাছেই। সে কখনােই মা থেকে আলাদা হয় না। মায়ের অনুপস্থিতিতে কোনাে বিপদ ঘটলে শিশুর মনে প্রথমেই যে বিষয়টি আসে এবং যে শব্দটি মুখে উচ্চারিত হয় তাহলাে- মা। কারণ শিশু তার মাকেই একমাত্র আশ্রয়স্থল বলে জানে। তাওয়াকুলের সর্বোচ্চ পর্যায় হচ্ছে মানুষের জীবনের সব কিছুর খেলা বিধানকারী হিসেবে আল্লাহকে স্বীকার করে নেওয়া। এভাবেই আল্লাহর ওপর তাওয়াক্কুলের মাধ্যমে মানুষের মাঝে কাজের শক্তি ও স্পৃহা সৃষ্টি হয় এবং চিন্তাগত প্রতিবন্ধকতা দূর হয়। পার্থিব ভয়-ভীতির অবসান ঘটে। কারণ ইমানদার ব্যক্তির শতভাগ বিশ্বাস হলাে- আল্লাহই হচ্ছে শক্তির একমাত্র উৎস। নবী-রাসুলরা ছিলেন আল্লাহর ওপর নির্ভরতার ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। হযরত ইবরাহিম (আ.)কে আগুনে নিক্ষেপের ঘটনা এ ক্ষেত্রে উল্লেখযােগ্য। মূর্তি ভাঙার পর হযরত ইবরাহিম (আ.)কে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয় জালিম রাজা নমরুদ।

এ পরিস্থিতিতে হযরত ইবরাহিম (আ.) আল্লাহর ওপর তাওয়াক্কুল করেন এবং একমাত্র আল্লাহকেই স্মরণ করতে থাকেন। আর সেই আগুন ইবরাহিম (আ.)-এর জন্য ফুলের বাগানে পরিণত হয়। আল্লাহর ওপর নির্ভর করাটা মানুষের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বারবারই তাঁর অনুসারীদের আল্লাহর ওপর তাওয়াক্কুল করার কথা বলেছেন। সবাইকে তিনি এ জন্য উৎসাহিত করেছেন। ইমাম জাফর সাদেক (আ.) এ সম্পর্কে বলেছেন, যেখানে তাওয়াক্কুল থাকে সেখানে সম্মান‑মর্যাদা প্রতিষ্ঠা পায়। অন্যভাবে বলা যায়, যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল। করে সে সম্মান ও প্রাচুর্যের অধিকারী হয়। তবে তাওয়াক্কুল বস্তুবাদীদের জন্য একটি অভাবনীয় বিষয়। কাজ‑কর্ম সম্পন্ন করার পর ফলাফল প্রাপ্তির জন্য আল্লাহর ওপর যে নির্ভর করতে হবে, এটা বস্তুবাদীদের কাছে বােধগম্য নয়। চর্মচক্ষু দিয়ে যে আল্লাহকে দেখা যায় না, তাঁকেই যে সব ক্ষমতার উৎস হিসেবে মেনে নিতে হবে- এমন বক্তব্য বস্তুবাদীদের কাছে গ্রহণযােগ্য নয়। কিন্তু বাস্তবতা হলােঅদৃশ্যের ওপর বিশ্বাসই ইমানদারদের জীবনের চালিকাশক্তি। আর এ কারণেই তাওয়াক্কুলের ফজিলতও সীমাহীন। পবিত্র কুরআনে বলা হয়েছে, “যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুলের নীতি অবলম্বনকারী ব্যক্তি কখনাে হতাশ হয় না। আশাভঙ্গ হলে মুষড়ে পড়ে না। বিপদ‑মুসিবত, যুদ্ধ‑সংকটে ঘাবড়ে যায় না।তাওয়াক্কুলের নীতি অবলম্বনকারী ব্যক্তি কখনাে হতাশ হয় আশাভঙ্গ হলে মুষড়ে পড়ে না। বিপদ‑মুসিবত, যুদ্ধ‑সংকটে ঘাবড়ে যায় না। যে কোনাে দুর্বিপাক, দুর্যোগ, সংকট ও বিপদ‑মুসিবতে আল্লাহর ওপর দৃঢ় আস্থা রাখে। জুলুম, অত্যাচার, নির্যাতন নিপীড়নের যে ঝড়ই আসুক না কেন, ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এ ধরনের মানুষ সব সময়ই ভবিষ্যতের বিষয়ে আশাবাদী। রাসুলুল্লাহ (সা.)-এর পুরাে জীবনকাল এবং তাঁর আহলে বায়েতের সবার জীবন ছিল আল্লাহর প্রতি নির্ভরতার উজ্জ্বল দৃষ্টান্ত। খােদাদ্রোহীদের অত্যাচার‑নির্যাতনে, ক্ষুধা-দারিদ্র মােকাবেলায় এবং অনুসারীদের অভিযােগ‑অনুযােগে, সর্বাবস্থায় তাঁরা তাওয়াক্কুলকে একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করতেন।

পবিত্র কুরআনের সুরা ত্বালাকের ৩ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ তার কাজ সম্পন্ন করে দেবেন, তিনি সব কিছুর একটি পরিমাণ স্থির করে রেখেছেন। আসলে তাওয়াক্কুল হলাে মহান আল্লাহর দায়িত্বাধীন হওয়ার সর্বোত্তম উপায়। কোনাে মানুষেরই আসলে তার নিজের কোনাে শক্তি ও ক্ষমতা নেই। আমাদের উচিত বাস্তবতা উপলব্ধি করে আল্লাহর ওপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করা- এ ছাড়া মুক্তি সম্ভব নয়।

 

মন্তব্য

  • Very infor­ma­tive arti­cle! I appre­ci­ate the depth of analy­sis. If you want to delve deep­er, here’s a help­ful resource: EXPLORE FURTHER. Eager to hear every­one’s thoughts!

  • Bit­coin es la crip­tomone­da más pop­u­lar, líqui­da y la primera en ser cap­i­tal­iza­da y com­er­cial­iza­da en el mun­do. Coti­za­ciones del dólar y tasas de interés de ban­cos. Hoy en día hay Bit­coin 19.700.162 en cir­cu­lación con un val­or actu­al de 61.717,00 € cada uno. La relación entre los val­ores de Vol­u­men y Cap­i­tal­ización del Mer­ca­do. Este fon­do ha logra­do con­ver­tirse en uno de los más exi­tosos en su debut en los últi­mos años, y eso parece haber abier­to las puer­tas para que otros pro­duc­tos financieros en el mer­ca­do de las inver­siones sigan ese mis­mo camino y ofrez­can acce­so alter­na­ti­vo —y ben­de­ci­do por los mer­ca­dos financieros, lo cual es aún más rel­e­vante— al ámbito de las crip­to­di­visas. Hoy en día, la vida no es tan fácil para los mineros de Bit­coin. Las rec­om­pen­sas de bloque se han reduci­do a la mitad de for­ma recur­rente, al menos cada par de años — el número de bit­coins que entran en cir­cu­lación se ha reduci­do a solo 6,25 BTC por bloque. No obstante, las transac­ciones de Bit­coin aún deben val­i­darse, lo que sig­nifi­ca que las comi­siones por transac­ción se han con­ver­tido en una fuente vital de sus ingresos.
    http://fit-girl.co.kr/bbs/board.php?bo_table=free&wr_id=201191
    Hoy en día, se con­sid­era que bit­coin es la prin­ci­pal crip­tomone­da vigente del mun­do. Es un crip­toac­ti­vo que ofrece seguri­dad con­tra fraudes dig­i­tales, dada la com­ple­ji­dad de su tec­nología y la base de datos encrip­ta­da que uti­liza para reg­is­trar sus transac­ciones, cono­ci­da como blockchain. Además, se con­sid­era que BTC es fiable ya que, en 13 años de operación inin­ter­rump­i­da, no hay reg­istros de fraudes o cib­er­ataques en su red. El pre­cio de Bit­coin hoy es de USD 66,160.73 con un vol­u­men de com­er­cio de USD 18,795,368,292 en 24 horas. El aumen­to en el val­or de bit­coin ocurre en un con­tex­to donde hay un entrante masi­vo de cap­i­tal hacia las crip­tomonedas, lo que indi­ca un cre­ciente interés y con­fi­an­za de los inver­sores en estos activos. La subi­da del pre­cio ben­e­fi­cia no solo a bit­coin sino que tam­bién tiene un impacto pos­i­ti­vo en el mer­ca­do de las crip­tomonedas en gen­er­al, favore­cien­do una may­or esta­bil­i­dad y vis­i­bil­i­dad, de acuer­do a un análi­sis de Bloomberg.

  • Pharaoh’s Way Slots is one of the most pop­u­lar slots games. The devel­op­er boasts that over ten tril­lion games have been played. Thank­ful­ly, it’s not half bad. It fea­tures a vari­ety of slots games, includ­ing five reels and three reels. You can also play ten, 25, and 50 lines. Most of the com­plaints by oth­er play­ers are that the game doesn’t have cloud sav­ing. That means you’ll lose your progress if you switch phones. The devel­op­er has sev­er­al oth­er decent slots games as well. High 5 Casi­no offers sev­er­al dif­fer­ent table games for play­ers to enjoy, whether you want to try a new game or expe­ri­ence the clas­sics. There are excit­ing roulette tables to enjoy where you can spin your way to big wins. Dif­fer­ent types of black­jack games are also avail­able if you want to try your luck at cards. Unfor­tu­nate­ly, High 5 Casi­no does not offer craps, bac­carat, or sic bo tables. How­ev­er, the table games on offer are some of the best you can find at a social casi­no site.
    http://www.gothicpast.com/myomeka/posters/show/76678
    There is numer­ous 2D and 3D game devel­op­ment soft­ware for PC and Android. It is not hard to choose the best soft­ware when there are two or three good ones in the mar­ket and the oth­ers are just a fad. How­ev­er, that is not the case when it comes to real­i­ty. There are loads of PC and mobile game devel­op­ment soft­ware with vary­ing fea­tures and inter­est­ing facil­i­ties. Most of these soft­ware pack­ages are unique as snowflakes and thus, you need to know the basic facil­i­ties and fea­tures you need in your game devel­op­ment tool before you choose one. What are the basic fea­tures you would need? Grad­u­ates of the UW Stout Com­put­er Sci­ence Pro­gram are Game Pro­gram­mers, Game Soft­ware Engi­neers, Mobile Soft­ware Engi­neers, and Soft­ware Devel­op­ers, among oth­ers. They work at com­pa­nies and stu­dios such as HB stu­dios (devel­ops con­sole games for Elec­tron­ic Arts), Boe­ing, Degi­ca Japan (pub­lish­er of RPG Mak­er), Lock­heed Mar­tin, Con­crete Soft­ware (mobile games), and Big John Games (devel­op­er for Nintendo).

মতামত দিন