previous arrow
next arrow
Slider
সিপাহসালার সৈয়দ নাসিরুদ্দীন রহঃ এর এ দেশে আগমন
সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন রহঃ ছিলেন প্রাচীন শ্রীহট্ট ও তরফ রাজ্য বিজেতা। হযরত শাহ জালাল রহঃ এর অনন্য সঙ্গী এবং উক্ত দ্বৈতঅভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। অত্যাচারী হিন্দু রাজা ত্রপীবিষ্ণু শ্বাসিত তুঙ্গাচল রাজ্য সিপাহসালার নাসিরুদ্দীন রহঃ এর দ্বারা ১৩০৪ খ্রিস্টাব্দে বিজিত হওয়ার পরে তা তরফ রাজ্য নাম ধারন করে, এবং তিনি এই রাজ্যের দায়িত্বভার গ্রহণ করে এখানেই স্থায়ীভাবে বসবাস করেন। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় মুড়ারবন্দ নামক স্থানে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন রহঃ এর মাজার অবস্থিত। তাঁর জন্ম ও মৃত্যুর তারিখ সম্পর্কে জীবনী গ্রন্থে ঐতিহাসিক আনুমানের ভিত্তিতে ১২৫০ সালে জন্ম এবং শাহ জালালের মৃত্যুর পূর্বে ১৩৪৬ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুর বরণ করেন বলে উল্লেখ্য রয়েছে। আরবের বাগদাদ শহরে বসবাসরত সিপাহসালার নাসিরুদ্দীনের পিতা সৈয়দ হাসান আরাবী রহঃ ছিলেন ইমাম আলী আঃ এর ১৫ তম তথা ইমাম মাহদী আঃ এর ৫ম তম অধস্থন বংশপুরুষ। আব্বাসীয় খেলাফতের শেষদিকে বাগদাদের রাজ পরিবারের নিষ্পেষণ ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রাণ রক্ষার্থে স্বপরিবারে তিনি বাগাদাদ ত্যাগ করে ভারত আগমন করেন এবং তথায় স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। একসময় পরিবারের ব্যয় ভার নির্বাহের জন্য সৈয়দ নাসির উদ্দীন দিল্লীর সুলতানের অধীনে সৈনিক বিভাগে চাকুরী নেন। পরবর্তিতে সিপাহসালার পদে উন্বিত হয়ে দিল্লী হতে এ দেশে আগমন করেন।