আসসালামু আলাইকা ইয়াবনা রাসুলিল্লাহি, আসসালামু আ’লাইকা ইয়াবনা আমিরিল মু’মিনিনা, আসসালামু আ’লাইকা ইয়াবনা সাইয়্যিদাতি নিসায়িল আ’লামিন,আশহাদু আন্নাকা ক্বাদ আক্বামতাস সালাতা ওয়া আতাইতাম যাকাত ওয়া আমারতা বিল মা’রুফি ওয়া নাহাইতা আনিল মুনকারি ওয়া আ’বাদতাল্লাহা মুখলিসান ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্বক্বা জিহাদিহী ও হাত্তা আতাকাল ইয়াক্বীন ফায়ালাইকাস সালামু মিননি মা বাক্বিতু ওয়া বাক্বী ইয়াললাইলু ওয়ান্নাহারু ওয়া আলা আলে বাইতিকাত ত্বাইয়্যিবীনাত ত্বাহিরীনা, আনা ইয়া ও মাওলাইয়া মাওলাল্লাকা ওয়ালি আলে বাইতিকা সিলমুন লিমান সালামাকুম ওয়া হারবুন লিমান হারাবাকুম ও মু’মিনুন বি সিররিকুম ওয়া জাহরিকুম ওয়া বাত্বিনাকুম লায়া’নালস্নাহু আয়’দাইকুম মিনাল আওয়ালিনা ওয়াল আখেরিনা ওয়া আনা আবরায়ু ইলাল্লাহি তায়ালা মিনহুম ইয়া মাওলাইয়া ইয়া আবা মুহাম্মাদিন ইয়া মাওলাইয়া আয়া আবা আবদিল্লাহি হাযা ইয়াওমুল ইসনাইনে ওয়া হুয়া ইয়াওমুকুমা ওয়াবি ইসমিকুমা ওয়া আনা ফিহী মিন যাইফুকুমা ফা আযিফানি ওয়া আহসিনা যিয়াফাতি ফানি‘মা মানিসতুযি’ফা বিহী আনতুমা ওয়া আনা ফিহী মিন জাওয়ারিকুমা ফা আজিরানি ফা ইন্নাকুমা মা’মুরানি বিজ জিয়াফাতি ওয়াল ইজারাতি ফাসাল্লাল্লাহু আলাইকুম ওয়া আলি কুমাত্ব ত্বায়্যিবিনা।
মতামত দিন