যিয়ারত

সোমবারে যিয়ারতে ইমাম হুসাইন আলাইহিস সালাম।

যিয়ারতে ইমাম হুসাইন আলাইহিস সালাম বাংলা উচ্চারণঃ

আসসালামু আলাইকা ইয়াবনা রাসুলিল্লাহি, আসসালামু আ’লাইকা ইয়াবনা আমিরিল মু’মিনিনা, আসসালামু আ’লাইকা ইয়াবনা সাইয়্যিদাতি নিসায়িল আ’লামিন,আশহাদু আন্নাকা ক্বাদ আক্বামতাস সালাতা ওয়া আতাইতাম যাকাত ওয়া আমারতা বিল মা’রুফি ওয়া নাহাইতা আনিল মুনকারি ওয়া আ’বাদতাল্লাহা মুখলিসান ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্বক্বা জিহাদিহী ও হাত্তা আতাকাল ইয়াক্বীন ফায়ালাইকাস সালামু মিননি মা বাক্বিতু ওয়া বাক্বী ইয়াললাইলু ওয়ান্নাহারু ওয়া আলা আলে বাইতিকাত ত্বাইয়্যিবীনাত ত্বাহিরীনা, আনা ইয়া ও মাওলাইয়া মাওলাল্লাকা ওয়ালি আলে বাইতিকা সিলমুন লিমান সালামাকুম ওয়া হারবুন লিমান হারাবাকুম ও মু’মিনুন বি সিররিকুম ওয়া জাহরিকুম ওয়া বাত্বিনাকুম লায়া’নালস্নাহু আয়’দাইকুম মিনাল আওয়ালিনা ওয়াল আখেরিনা ওয়া আনা আবরায়ু ইলাল্লাহি তায়ালা মিনহুম ইয়া মাওলাইয়া ইয়া আবা মুহাম্মাদিন ইয়া মাওলাইয়া আয়া আবা আবদিল্লাহি হাযা ইয়াওমুল ইসনাইনে ওয়া হুয়া ইয়াওমুকুমা ওয়াবি ইসমিকুমা ওয়া আনা ফিহী মিন যাইফুকুমা ফা আযিফানি ওয়া আহসিনা যিয়াফাতি ফানি‘মা মানিসতুযি’ফা বিহী আনতুমা ওয়া আনা ফিহী মিন জাওয়ারিকুমা ফা আজিরানি ফা ইন্নাকুমা মা’মুরানি বিজ জিয়াফাতি ওয়াল ইজারাতি ফাসাল্লাল্লাহু আলাইকুম ওয়া আলি কুমাত্ব ত্বায়্যিবিনা।


 

About the author

Syed Hossain ul Haque

সৈয়দ হোসাইন উল হক তরফ ও শ্রীহট্ট বিজয়ী মহান মনিষী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ)এর অধস্থন পুরুষ ‘নবী বংশ পরিচিতি ও মহান কোরবানি’ গ্রন্থের লেখক, হবিগঞ্জের ঐতিহ্যবাহী সুরাবই সাহেব বাড়ীর সিংহপুরুষ সৈয়দ মোঃ ইসহাক আল হুসাইনী (রহঃ)সাহেবের মেঝ ছেলের ঘরের বড় নাতি।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্য গমন অতঃপর ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড থেকে বিজনেস ম্যানেজমেন্টে অনার্স এবং কুইন মেরী ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড পলিটিক্সের উপর এম এস সি। তারপর ২০১৮ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ এন্ড হিস্টোরি’তে এম-ফিল। শিক্ষানবিশ কালে সেই সকল বিশ্ববিদ্যালয় সমুহের বিভিন্ন ছাত্র সংঘটনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।বর্তমানে লন্ডনে স্থায়ী ভাবে বসবাস করছেন পাশাপাশি লন্ডনের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বরত।তাছাড়াও যুক্তরাজ্যে একটি ইসলামিক ইউনিভার্সিটিতে ভিজিটর লেকচারার ও গবেষনা কেন্দ্রে অবিরাম বিভিন্ন বিষয়ে গবেষনা চালিয়ে যাচ্ছেন।আল-কোরআন ও হাদীসের আলোকে “যবহে আজিম এবং জিকিরে শাহাদাত”শীর্ষক গ্রন্থখানা তার দীর্ঘ গবেষনা ও অক্লান্ত পরিশ্রমের ফসল।

মতামত দিন