প্রতি বছরের ন্যায় এ বছরও ৩০শে পৌষ হইতে ২রা মাঘ ১৪২৭ বাংলা, ১৪, ১৫ ও ১৬ই জানুয়ারি ২০২১ ইংরেজি, ৩ দিন ব্যাপী সুন্দর,সুষ্ঠ, নিরাপদ ও পবিত্রতার মধ্যদিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, উপমহাদেশের তেরেশো শতাব্দীর প্রখ্যাত মুজাদ্দিদ উচ্চমার্গের আরেফে ইরফান, তরফ ও সিলেট রাজ্য বিজয়ী, সিপাহ্শালার সৈয়দ নাসির উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির ও তার অধঃস্তন সিংহ পুরুষ, মূলক-উল-উলামা হযরত সৈয়দ ইসরাইল বন্দেগী শাহ (রহঃ) ও হযরত সৈয়দ ইলিয়াস কুদ্দুস কুতুবুল আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির পবিত্র বাৎসরিক উরস মোবারক।
স্থানঃ সিপাহ্শালার সৈয়দ নাসির উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির দরগাহ, মুরারবন্দ, হবিগন্জ।
হে মহান রাব্বুল আলামিন! আমাদেরকে তোমার প্রিয় মাহবুব বান্দা আউলিয়া কেরামের সোহবতে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে উনাদের রুহানী তাওয়াজ্জুহ ও বরকত নসীব করুন। আমাদের সকল প্রার্থনা আজ সিপাহসালার হযরত সৈয়দ নাসির উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির অসিলায় কবুল করে নিন। আমীন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলা মোহাম্মদ।
সিপাহসালার | ইনস্টিটিউশন | জানুয়ারি ২০২১| এস এইচ হক
মতামত দিন