দোরুদ

তিনটি মর্যাদাসম্পন্ন দরুদ শরীফ

সকল গুনাহ থেকে পবিত্র হওয়ার দরুদঃ

হযরত ইমাম জাফার আস সাদিক্ব (আঃ) বলেনঃ-“আল্লাহ কসম! (নিচের) এই দরুদের মাধ্যমে একজন মানুষ সদ্য ভুমিষ্ট শিশুর ন্যায় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়।” সূত্রঃ-মাআনিল আখবার, খণ্ড ২, পৃঃ নং ৩৬২। 

〖 صَلَواتُ اللهِ وَ صَلَواتُ مَلائِکَتِهِ وَ أنْبِیائِهِ وَ رُسُلِهِ وَ جَمیعِ خَلْقِهِ عَلی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ السَّلام عَلَیْهِ وَ رَحَمهُ اللهِ وَ بَرَکاتُهُ〗
〖সালাওয়াতুল্ল‑হি ওয়া সালাওয়াতু মালাইকাতিহি ওয়া আম্বয়াইহি ওয়া রুসূলিহি ওয়া জামিয়ি’ খালক্বিহি আলা মুহাম্মাদিউ ওয়া আলে মুহাম্মাদ। ওয়াস্ সালামু আলাইহি ওয়া রাহমাতুল্ল‑হি ওয়া বরাকাতুহুহ্ 〗

যে দরুদ পাঠ করলে এক সপ্তাহ পর্যন্ত একজন মানুষ নিরাপদে থাকেঃ

হযরত ইমাম জাফার আস সাদিক্ব (আঃ) বলেনঃ-“যে ব্যক্তি শুক্রবারের দিন যোহর নামাজ বাদ তিন বার (নিচের দরুদটি) পড়বে,সে পরের শুক্রবার পর্যন্ত নিরাপদে থাকবে।সূত্রঃ-বিহারুল আনওয়ার, খণ্ড ৯০, পৃঃ নং ৫৬। 

〖 اَللهمَّ اجْعَلْ صَلَوات وَ صَلَوات مَلائِکَتِکَ وَ رُسُلِکَ عَلی مُحَمَّدٍ وَ آلَ مُحَمَّدٍ〗
〖আল্ল‑হুম্মাজ্আল সালাওয়াতা ওয়া সালাওয়াতা মালাইকাতিকা ওয়া রুসূলিকা আ’লা মুহাম্মাদিউ ওয়া আলে মুহাম্মাদ〗


যে দরুদ পাঠ করলে এক সপ্তাহ পর্যন্ত ফেরেস্তারা আপনার জন্যে দরুদ পাঠ করতে থাকেঃ

হযরত ইমাম জাফার আস সাদিক্ব(আ:) ও ইমাম মুহাম্মাদ ইবনে আলী আল বাক্বির(আ:)বলেনঃ-“যে ব্যক্তি শুক্রবারের দিন আসর নামাজ বাদ দশ বার (নিচের দরুদটি) পড়বেফেরেস্তারা ঐ ব্যক্তির জন্যে এই শুক্রবার থেকে পরের শুক্রবারের এই সময় পর্যন্ত দরুদ পড়তে থাকে।”সূত্রঃ-জামালুল উসবুহ কিতাব দ্রঃ, সাওয়াবুল আ’মাল ওয়া ইক্বাবুল আ’মাল, হাদিস নং ৫৯৮।

〖 اَللهمَّ صَلِّ عَلی مُحَمَّدٍ الْأوْصِیاءِ الْمَرْضییّنَ بِأَفْضَلِ صَلَواتِکَ وَ بارِکْ عَلَیْهِمْ بِأَفْضَلِ بَرَکاتِکَ وَ عَلَیْهِ وَ عَلَیْهِمُ السَّلامُ وَ عَلی اَرْواحِهِمْ وَ أَجْسادِهِمْ وَ رَحْمَهُ الله وَ بَرَکاتُهُ〗
আল্ল‑হুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিনিল আওসিয়াইল মারদ্বি-ই‑না বিআফদ্বালি সালাওয়াতিকা ওয়া বারিক আলাইহিম। বিআফদ্বালি বারাকাতিকা ওয়া আলাইহি ওয়া আলাইহিমুস্ সালাম। ওয়া আ’লা আরওয়াহ্বিহিম ওয়া আজসাদিহিম ওয়া রাহমাতুল্ল‑হি ওয়া বারাকাতুহুহ্〗
@SHH/2020

মতামত দিন