যিয়ারত

জিয়ারাত‑এ- আমিনাল্লাহ।

জিয়ারাতে আমিনাল্লাহ।

ইমাম মুহাম্মাদ বাকার (আ) থেকে বর্নিত রয়েছে যদি কেউ এই জিয়ারত (আমিনুল্লাহ) আমিরুল মাওমিনিন (আ) আথবা অন্য কোন আয়েম্মা মাসুমিন (আ) এর রাওজা মুবারকে পাঠ করলে আল্লাহ রাববুল আলামীন তার নামা আমালকে নুর দ্বারা উপরে নিয়ে যাবেন যার মধ্যে হযরত রাসুলে পাকঁ (সা) এর স্বাক্ষর (সিল) থাকবে আর যুগের শেষ ইমাম কায়িমে আলে মুহাম্মাদ (আ ফা)এর কাছে হস্তান্ত করা হবে।অতপর তাকে রহমতের ও কারামতের সুসংবাদ দেওয়া হবে।

জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী ইমাম মুহাম্মদ বাকির (আঃ) থেকে বর্ণিত করে বলেন, ইমাম জায়নুল আবেদ্বীন (আঃ) ইমাম আলী ইবনে আবি তালিব (আঃ) এর রাওজা মুবারকে জিয়ারত করতে গেলেন এবং কবরের নিকট গিয়ে দাঁড়িয়ে ক্রন্দনরত আবস্থায় বললেন,

السَّلامُعَلَيْكَيَاأَمِينَاللَّهِفِيأَرْضِهِوَحُجَّتَهُعَلَىعِبَادِهِالسَّلامُعَلَيْكَيَاأَمِيرَالْمُؤْمِنِينَ

(এই জিয়ারত যদি অন্য কোন ইমাম (আঃ) এর রাওজায় বা জন্য পড়লে আমিরাল মুমিনীনা জায়গায় সেই ইমামের নাম উল্লেখ করতে হবে।)

أَشْهَدُأَنَّكَجَاهَدْتَفِياللَّهِحَقَّجِهَادِهِوَعَمِلْتَبِكِتَابِهِوَاتَّبَعْتَسُنَنَنَبِيِّهِصَلَّىاللَّهُعَلَيْهِوَآلِهِحَتَّىدَعَاكَاللَّهُإِلَىجِوَارِهِفَقَبَضَكَإِلَيْهِبِاخْتِيَارِهِوَأَلْزَمَأَعْدَاءَكَالْحُجَّةَمَعَمَالَكَمِنَالْحُجَجِالْبَالِغَةِعَلَىجَمِيعِخَلْقِهِاللَّهُمَّفَاجْعَلْنَفْسِيمُطْمَئِنَّةًبِقَدَرِكَرَاضِيَةًبِقَضَائِكَمُولَعَةًبِذِكْرِكَوَدُعَائِكَمُحِبَّةًلِصَفْوَةِأَوْلِيَائِكَمَحْبُوبَةًفِيأَرْضِكَوَسَمَائِكَصَابِرَةًعَلَىنُزُولِبَلائِكَ [شَاكِرَةًلِفَوَاضِلِنَعْمَائِكَذَاكِرَةًلِسَوَابِغِآلائِكَ‏] مُشْتَاقَةًإِلَىفَرْحَةِلِقَائِكَمُتَزَوِّدَةًالتَّقْوَىلِيَوْمِجَزَائِكَمُسْتَنَّةًبِسُنَنِأَوْلِيَائِكَمُفَارِقَةًلِأَخْلاقِأَعْدَائِكَمَشْغُولَةًعَنِالدُّنْيَابِحَمْدِكَوَثَنَائِكَپسپهلوىروىمباركخودرابرقبرگذاشتوگفتاللَّهُمَّإِنَّقُلُوبَالْمُخْبِتِينَإِلَيْكَوَالِهَةٌوَسُبُلَالرَّاغِبِينَإِلَيْكَشَارِعَةٌوَأَعْلامَالْقَاصِدِينَإِلَيْكَوَاضِحَةٌوَأَفْئِدَةَالْعَارِفِينَمِنْكَفَازِعَةٌوَأَصْوَاتَالدَّاعِينَإِلَيْكَصَاعِدَةٌوَأَبْوَابَالْإِجَابَةِلَهُمْمُفَتَّحَةٌوَدَعْوَةَمَنْنَاجَاكَمُسْتَجَابَةٌوَتَوْبَةَمَنْأَنَابَإِلَيْكَمَقْبُولَةٌوَعَبْرَةَمَنْبَكَىمِنْخَوْفِكَمَرْحُومَةٌوَالْإِغَاثَةَلِمَنِاسْتَغَاثَبِكَمَوْجُودَةٌ [مَبْذُولَةٌ] وَالْإِعَانَةَلِمَنِاسْتَعَانَبِكَمَبْذُولَةٌ [مَوْجُودَةٌ] وَعِدَاتِكَلِعِبَادِكَمُنْجَزَةٌوَزَلَلَمَنِاسْتَقَالَكَمُقَالَةٌوَأَعْمَالَالْعَامِلِينَلَدَيْكَمَحْفُوظَةٌوَأَرْزَاقَكَإِلَىالْخَلائِقِمِنْلَدُنْكَنَازِلَةٌوَعَوَائِدَالْمَزِيدِإِلَيْهِمْوَاصِلَةٌوَذُنُوبَالْمُسْتَغْفِرِينَمَغْفُورَةٌوَحَوَائِجَخَلْقِكَعِنْدَكَمَقْضِيَّةٌوَجَوَائِزَالسَّائِلِينَعِنْدَكَمُوَفَّرَةٌوَعَوَائِدَالْمَزِيدِمُتَوَاتِرَةٌوَمَوَائِدَالْمُسْتَطْعِمِينَمُعَدَّةٌوَمَنَاهِلَالظِّمَاءِ [لَدَيْكَ‏] مُتْرَعَةٌاللَّهُمَّفَاسْتَجِبْدُعَائِيوَاقْبَلْثَنَائِيوَاجْمَعْبَيْنِيوَبَيْنَأَوْلِيَائِيبِحَقِّمُحَمَّدٍوَعَلِيٍّوَفَاطِمَةَوَالْحَسَنِوَالْحُسَيْنِإِنَّكَوَلِيُّنَعْمَائِيوَمُنْتَهَىمُنَايَوَغَايَةُرَجَائِيفِيمُنْقَلَبِيوَمَثْوَايَودركاملالزيارةبعدازاينزيارتاينفقراتنيزمسطوراستأَنْتَإِلَهِيوَسَيِّدِيوَمَوْلايَاغْفِرْلِأَوْلِيَائِنَاوَكُفَّعَنَّاأَعْدَاءَنَاوَاشْغَلْهُمْعَنْأَذَانَاوَأَظْهِرْكَلِمَةَالْحَقِّوَاجْعَلْهَاالْعُلْيَاوَأَدْحِضْكَلِمَةَالْبَاطِلِوَاجْعَلْهَاالسُّفْلَىإِنَّكَعَلَىكُلِّشَيْ‏ءٍقَدِيرٌ

আসসালামু আলাইকা ইয়া আমিনাল্লাহি ফিল আরযিহি, ওয়া হুজ্জাতাহু আলা ইবাদিহি, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনীনা,

(এই জিয়ারত যদি অন্য কোন ইমাম (আঃ) এর রাওজায় বা জন্য পড়লে আমিরাল মুমিনীনা জায়গায় সেই ইমামের নাম উল্লেখ করতে হবে।)

আশহাদু আন্নাকা জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদিহি, ওয়া আলিমতা বি কিতাবিহি, ওয়াত তাবায়্তা সুনানা নাবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, হাততা দায়াকাল্লাহু ইলা জাওয়ারিহি, ফা কাবাযাকা ইলাইহি বি ইখতি-ইয়ারিহি, ওয়া আলযামা আয়দায়াকাল হুজ্জাতা মায়া মালাকা মিনাল হুজাজিল বালিগাতি আলা জামিয়ি খালকিহি, আল্লাহুম্মা ফাজয়াল নাফসি মুতমায়িন্নাতান বি কাদারিকা রাযিয়াত বি কাযায়িকা মাওলায়াতান বি জিকরিকা ওয়া দুয়াঈকা, মুহিব্বাতান লি সাফওয়াতি আউলিয়াঈকা, মাহবুবাতান ফি আরজিকা ওয়া সামায়িকা, সাবিরাতান আলা নুযুহলি বালায়িকা, শাকিরাতান লি ফাওয়াযিলি নায়’মায়িকা, যাকিরাতান লি সাওয়াবিগি আয়’লায়িকা, মুশতাকাতান ইলা ফারহাতি লিকায়িকা, মুতাযাও‑ওয়িদাতাত তাকওয়া লি ইয়াওমি জাযায়িকা, মুসতান্নাতান বি সুনানি আউলিয়াঈকা মাফারিকাতান লি আখলাকি আয়’দায়িকা, মাশগুলাতান আনিদ দুনিয়া বি হামদিকা ওয়া সানায়িকা-

অতপর নিজের হাত পাহলুয়ে কবরে রেখে বললেন,

আল্লাহুম্মা ইন্না কুলুবাল মুখবিতিনা এলাইকা ওয়া আলিহাতুন, ওয়া সুবুলার রাগিবীনা এলাইকা শারিয়াতুন, ওয়া আয়্লামাল ক্বাসিদিনা এলাইকা ওয়াযিহাতুন, ওয়া আফয়িদাতাল আরিফিনা মিনকা ফাযিয়াতুন, ওয়া আসওয়াতাদ দায়িনা এলাইকা সায়িদাতুন, ওয়া আবওয়াবাল ইজাবাতি লাহুম মুফাততাহাতুন, ওয়া দায়’ওয়াতা মান নাজাকা মুসতাজাবাতুন, ওয়া তাওবাতা মান আনাবা এলাইকা মাকবুলাতুন, ওয়া আবরাতা মান বাক্বা মিন খাওফিকা মারহুমাতুন, ওয়াল ইগাসাতা লি মানিসতাগাসা বিকা মাওজুদাতুন, ওয়াল আ’য়ানাতা লিমানিস তায়ানা বিকা মাবযুলাতুন, ওয়া ইদাতিকা লি ইবাদিকা মুনজাযাতুন, ওয়া যালালা মানিস তাকালাকা মাকালাতুন, ওয়া আয়’্মালাল আমিলীনা লাদাইকা মাহফু-যাতুন,ওয়া আরযাক্বাকা ইলাল খালায়িকি মিন লাদুনকা নাযিলাতুন, ওয়া আও’য়াঈদাল মাযিদি ইলাইহিম ওয়াসিলাতুন, ওয়া যুনুবাল মুসতাগফিরিনা মাগফুরাতুন, ওয়া হাও’য়াঈজা খালক্বিকা ইন্দাকা মাক্বযি ইয়াতুন, ওয়া জাওয়া ইযাস সায়িলিনা ইন্দাকা মুওয়াফ ফারাতুন, ওয়া আও’য়াইদাল মা’যিদি মুতাওয়াতি রাতুন, ওয়া মাওয়া ইদাল মুসতাতয়িমিনা মুয়াদ্দাতুন, ওয়া মানাহিলাজ যিমায়ি মুতরায়াতুন, আল্লাহুম্মা ফাসতাজিব দুয়ায়ি ওয়াকবাল সানায়ি ওয়াজমায় বাইনী ওয়া বাইনা আউলিয়াঈ বি হাক্বক্বি মুহাম্মাদিন ওয়া আলীয়িন ওয়া ফাতিমাতা ওয়াল হাসানি ওয়াল হুসাইনী ইন্নাকা ওয়ালিয়ু নায়্মায়ী ওয়া মুনতাহা মুনাইয়া ওয়া গাইয়াতু রাজায়ি ফি মুনকালাবী ওয়া মাসওয়াইয়া। আন্তা ইলাহি ওয়া সাইয়াদী ওয়া মাওলাইয়া ইগফির লি আউলিয়াঈনা ওয়া কুফফা আন্না আয়’দায়িনা ওয়াশগালহুম আন আযানা, ওয়া আযহির কালিমাতাল হাক্বক্বি ওয়াজয়াল‑হাল উলিইয়া, ওয়া আদহিয কালিমাতাল বাতিলা ওয়াজয়ালহাস সুফলা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদ্বীরুন।

আল্লামা মাজলিসী (রাঃ) বলেন, উত্তর জিয়ারতের মধ্যে থেকে একটি জিয়ারত হলে “জিয়ারাতে আমিনাল্লাহ”। যার সনদ দ্বারা বোঝা যায় প্রত্যেক আয়েম্মা মাসুমিন (আঃ) এর রাওজার শরীফে পড়া যায় আর যার মধ্যে কোন সন্দহ নেই।

মতামত দিন